উত্তরের দুর্গতদের জন্য তৃণমূলের আইটি হেল্পডেস্কের নম্বর

Must read

প্রতিবেদন : প্রবল বর্ষণে বিপর্যস্ত উত্তর। দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং-সহ উত্তরের বিভিন্ন জেলা বিধ্বস্ত। সোমবার উত্তরবঙ্গে পৌঁছে বিভিন্ন ত্রান শিবির ঘুরে দেখে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার থেকেই ক্ষতিগ্রস্তদের উদ্ধারে নেমেছে স্থানীয় প্রশাসন। এবার সমাজমাধ্যমে উত্তরবঙ্গের তৃণমূল আইটি সেলের হেল্পডেস্কের নম্বর (Trinamool IT helpdesk number) শেয়ার করেছেন আইটি সেল প্রধান দেবাংশু ভট্টাচার্য। তিনি লিখেছেন, প্রশাসন, ডাক্তার ও বিভিন্ন প্রয়োজনীয় অংশের সাথে যোগাযোগ স্থাপনের জন্য আইটি সেলের পক্ষ থেকে উত্তরবঙ্গের বন্যা দুর্গতদের জন্য কমিউনিকেশন ডেস্ক (Trinamool IT helpdesk number)। বিভিন্ন জেলায় তৃণমূল আইটি হেল্পডেস্ক খুলে নম্বর দেওয়া হয়েছে। দার্জিলিং (পাহাড়)-এর জন্য নম্বর ৭৫৫১৮৪২৩১৫, ৮৯১৮৮৭৩৩১৫, ৭৩৬৪০৩৯৬০২। দার্জিলিং (সমতল)-এর জন্য নম্বর ৭৯০৮৯৮৫৯১০, ৯৬১৪১২২২৬৬, ৮০১৬৫৭৯৫৬০। জলপাইগুড়ির জন্য নম্বর ৬২৯৬৬০৩৪৬৭, ৯৯৩৩১৫৩৪৯১, ৮১৬৭৭৩৫০৩০। আলিপুরদুয়ারের জন্য ৯৮০০৪৪৬৭৬৪, ৭০৯৮২৭০৯০২, ৯৩৮২৬৮৯১৪৭। কোচবিহারের জন্য নম্বর ৭৬৭৯১৩৩২৭৮, ৮০১৬৫৩৩৭৩৮, ৬২৯৪৪৩৮৫৫৭। এবং উত্তর দিনাজপুরের জন্য নম্বর ৯৯৩২৮৪০১২৯।

আরও পড়ুন- দুর্যোগে নিখোঁজ মা, অসহায় মেয়ের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী

Latest article