ধরনা মঞ্চে বিজেপি নেতারা যেতেই তোপ দাগল তৃণমূল

মঙ্গলবার আন্দোলনরত এসএসসি চাকরিপ্রার্থীদের ধরনা মঞ্চে হাজির হন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, শঙ্কুদেব পাণ্ডারা।

Must read

প্রতিবেদন : মঙ্গলবার আন্দোলনরত এসএসসি চাকরিপ্রার্থীদের ধরনা মঞ্চে হাজির হন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, শঙ্কুদেব পাণ্ডারা। বিজেপি নেতারা ওই মঞ্চে যেতেই তোপ দাগল তৃণমূল। তৃণমূলের মুখপাত্র প্রশ্ন তোলেন, ধরনা মঞ্চে কখনও বিজেপি, কখনও সিপিএম নেতারা চলে যাচ্ছেন কেন? ওটা রাজনীতি করার মঞ্চ হয়ে উঠছে না তো? আর চাকরিপ্রার্থীদের মঞ্চে কারা যাচ্ছেন? বিজেপি নেতারা। যাদের জন্য ত্রিপুরার প্রায় দশ হাজারেরও বেশি শিক্ষক চাকরি হারিয়ে আজ রাস্তায় এসে দাঁড়িয়েছেন। তাঁদের ন্যায্য দাবি চাইতে গেলে পুলিশ লাঠি, টিয়ার গ্যাস চালাচ্ছে। এই তো শিক্ষকদের প্রতি বিজেপির দরদ! আর এদের নেতারাই কিনা এ রাজ্যে শিক্ষকদের দাবি-দাওয়ার মঞ্চে বসে আছেন। দুই নেতাই নারদায় অভিযুক্ত। তাঁদের মুখে আবার দুর্নীতির কথা!

আরও পড়ুন-বিসর্জনে কড়া নিরাপত্তা টাকিতে

তৃণমূল মুখপাত্র আরও বলেন, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, রাজ্য সরকার এগিয়ে এসেছে, এসএসসিও নিয়োগ প্রক্রিয়া শুরু করার জন্য এর মধ্যে দুটি বিকল্প প্রস্তাব আদালতের সামনে রেখেছে। এখন আদালত যা বলবে সেভাবেই এগোবে নিয়োগ প্রক্রিয়া। এখন কমিশনের আর কিছু করার নেই। তারপরও কেন এই আন্দোলন, ধরনা মঞ্চ? তা কি কেবল রাজনীতি করার জন্যই? উঠছে প্রশ্ন। সব মিলিয়ে একে বিজেপি নেতাদের চক্ষুলজ্জাহীন রাজনীতি বলেও তোগ দাগে তৃণমূল।

Latest article