সংবাদদাতা, নন্দীগ্রাম : নন্দীগ্রামে ফের বিজেপি-দুষ্কৃতীদের হাতে বেধড়ক মার খেলেন তৃণমূলের অঞ্চল সভাপতি। বাড়িতে ঢুকে মারধর চালায় দুষ্কৃতীরা। মহিলাদের ওপরেও চলে অকথ্য অত্যাচার। ফলে বুধবার বিকেল থেকে উত্তাল হয়ে ওঠে নন্দীগ্রাম ২ ব্লকের বিরুলিয়া গ্রাম পঞ্চায়েত এলাকা। মঙ্গলবার সন্ধ্যায় বিরুলিয়ায় তৃণমূলের তরফে বাড়ি তৈরির টাকা দেওয়ায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে একটি সভা হয়। সেই সভায় অঞ্চল সভাপতি অরুণাভ জানা ছাড়াও ব্লক স্তরের নেতারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন-জেলাবাসীর স্বার্থে ঘাটাল মাস্টার প্ল্যান, বাস্তবায়নের পথে এক ধাপ এগোল রাজ্য
রাতেই তৃণমূলের স্থানীয় যুব সভাপতি রবীন জানার বাড়িতে হামলা চালায় বিজেপি-দুষ্কৃতীরা। বুধবার বিকেলে তারা অঞ্চল সভাপতি অরুণাভ জানা ও তৃণমূল কর্মী প্রশান্ত ঢালির বাড়িতে চড়াও হয়। দুষ্কৃতীদের মধ্যে হাতে বাঁশ-লাঠি নিয়ে ছিল বিজেপি নেতা হিসেবে পরিচিত স্বরূপ কাজলি ও তার দলবল। অরুণাভ ও প্রশান্তকে বেধড়ক মারধর করে তারা। অবিলম্বে তাদের তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিতে হবে বলে ফরমান দেয়। প্রশান্তর স্ত্রী ছাড়াতে গেলে তাঁর শ্লীলতাহানির হুমকি দেয় দুষ্কৃতীরা। চিৎকার-চেঁচামেচি শুনে স্থানীয়রা ছুটে এলে এলাকা ছেড়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। জানা যায়, অভিযুক্ত স্বরূপ আগেও অরুণাভকে মারধর করে জেল পর্যন্ত খেটেছে। এরপরও ফের তার দলবলের এই আচরণে গ্রেফতারের দাবি জানিয়ে অরুণাভবাবু বলেন, বারবার বিজেপিতে যোগ দেওয়ার জন্য চাপ দিচ্ছে ওরা। যাইনি বলে মারধর করা হচ্ছে। নন্দীগ্রাম ২ ব্লক তৃণমূল সভাপতি সুনীল জানা বলেন, বিজেপি দুষ্কৃতীরা এলাকায় দিনের পর দিন তৃণমূল কর্মীদের ওপর হামলা চালাচ্ছে। অবিলম্বে বিজেপি গুন্ডাদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।