অন্যায়ের প্রতিবাদ করে আক্রান্ত তৃণমূল নেতা

রহিম গাজি-সহ ৩ জন টাকি গ্রামীণ হাসপাতালে ভর্তি। ঘটনাস্থলে রয়েছে পুলিশ ও র‍্যাফ। অভিযোগ দায়ের হতে তদন্ত শুরু করে পুলিশ।

Must read

সংবাদদাতা, বসিরহাট : নিম্নমানের জিনিস দিয়ে কাজের প্রতিবাদ করায় আক্রান্ত হলেন পাটলি খানপুরের তৃণমূল পঞ্চায়েত প্রধান পারুল গাজির স্বামী, দলের অঞ্চল সভাপতি আবদুল রহিম গাজি এবং তিন তৃণমূল কর্মী। সুন্দরবন ডেভেলপমেন্টের আড়াই কিমি রাস্তার জন্য পঞ্চায়েত বরাদ্দ করে প্রায় এক কোটি টাকা।

আরও পড়ুন-সুন্দরবনে চালু উইনার্স বাহিনী

বৃহস্পতিবার সকালে নিম্নমানের ইট-বালি-সিমেন্ট-পাথর দিয়ে রাস্তা করছিল ঠিকাদার। আবদুল রহিম গাজি-সহ তৃণমূল কর্মীরা প্রতিবাদ করলে তাঁদের লোহার রড ও বাঁশ দিয়ে মারধর করা হয়। রহিম গাজি-সহ ৩ জন টাকি গ্রামীণ হাসপাতালে ভর্তি। ঘটনাস্থলে রয়েছে পুলিশ ও র‍্যাফ। অভিযোগ দায়ের হতে তদন্ত শুরু করে পুলিশ।

Latest article