বজ্রাঘাতে মৃতের বাড়িতে তৃণমূল নেতৃত্ব

ঘটনার খবর পেয়েই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানান।

Must read

সংবাদদাতা, ইন্দাস : শোকস্তব্ধ ইন্দাস। স্বজন হারানোর বেদনা আজ বাঁকুড়ার ইন্দাসবাসী মানুষের মনে। গত ৩০ এপ্রিল ইন্দাসে তৃণমূল কংগ্রেসের কংগ্রেসের সভা শুরু হওয়ার পূর্বমুহূর্তে আকস্মিক বজ্রাঘাতে সভাস্থলেই মৃত্যু হয় সামিদ মল্লিক নামের এক তৃণমূল কর্মীর। ঘটনার খবর পেয়েই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানান। সঙ্গে সঙ্গেই দেবাংশু ভট্টাচার্য এবং দলের স্থানীয় নেতাদের নিহতের পরিবারের পাশে এবং আহতদের পাশে থাকার নির্দেশ দেন।

আরও পড়ুন-বন্যা-সমস্যার স্থায়ী সমাধানে জেলা পরিষদ বাস্তবায়িত করছে

সেই মতো আজ নিহতের পরিবারের সঙ্গে দেখা করেন নারী ও শিশুকল্যাণ মন্ত্রী ডাঃ শশী পাঁজা এবং তৃণমূলের আইটি সেলের দায়িত্বপ্রাপ্ত নেতা দেবাংশু ভট্টাচার্য। ওঁরা সামিদ মল্লিকের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান ও দলের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। সেই সঙ্গে ওঁরা আহতদের বাড়িতেও যান, সঙ্গে নিয়ে যান কিছু উপহারও। রাজ্য তৃণমূল কংগ্রেস সহসভাপতি শুভাশিস বটব্যাল, বিষ্ণুপুর জেলা সাংগঠনিক তৃণমূল সভাপতি আলোক মুখোপাধ্যায় ও অন্যান্য নেতৃবৃন্দও এই নিহতের পরিবারের সঙ্গে এবং আহতদের সঙ্গে যোগাযোগ করেছেন।

Latest article