সংবাদদাতা, বর্ধমান : কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে বাংলার মহিলাদের একত্রিত করার লক্ষ্যে ও আগামী লোকসভা ভোটে কুৎসাকারী বিজেপিকে রুখে দিতে বর্ধমান পুরসভার ৫ নং ওয়ার্ড তৃণমূলের পক্ষে হল কর্মিসম্মেলন। ৫ নং ওয়ার্ডের কাউন্সিলার শেফালি বেগম ও শ্রমিকনেতা ইফতিকার আহমেদের পক্ষ থেকে কোনাবাগান এলাকায় অনুষ্ঠিত সম্মেলনে যোগ দেন কয়েক হাজার কর্মী-সমর্থক।
আরও পড়ুন-৬ লক্ষ তাঁতশিল্পীকে স্বনির্ভর করতে উদ্যোগী রাজ্য, পরিবেশবান্ধব রং, নকশার প্রশিক্ষণ
ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, শ্রমিক নেতা ইফতিকার আহমেদ প্রমুখ। কর্মী-সমর্থকদের উদ্দেশে খোকন বলেন, বাংলায় সারা বছর প্রতিটি মানুষের পাশে তৃণমূল থাকে। রাজ্যের এমন কোনও মানুষ নেই যিনি সরকারের কোনও একটি প্রকল্পের সুবিধা পাননি। অথচ সারা বছর কুৎসাকারী বিজেপির দেখা না মিললেও ভোটের সময় দেখা মেলে। মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষে মানুষে বিভেদ লাগিয়ে ভোট চায়। এই কুৎসাকারী বিজেপিকে রুখে দিতে আমাদের একত্রিত হতে হবে।
ওরা নানা ভয় দেখাবে, ভয় পাওয়ার কিছু নেই। জানবেন আমাদের নেত্রীর নাম মমতা বন্দোপাধ্যায় ও নেতা অভিষেক বন্দোপাধ্যায়। কেউ আমাদের জয়যাত্রাকে রুখতে পারবে না। কেবল আপনারা একত্রিত হন।