২১ মাসেও শ্বেতপত্র প্রকাশ করেনি কেন্দ্র, সংসদ চত্বরে সাদা কাগজ হাতে প্রতিবাদ তৃণমূলের

Must read

বাংলার প্রাপ্য প্রায় ২ লক্ষ কোটি টাকা গায়ের জোরে আটকে রেখেছে মোদি সরকার। ১০০ দিনের কাজ থেকে আবাস যোজনার টাকা, গরিবের পেটে লাথি মেরে নোংরা রাজনীতি করছে এই বাংলা-বিরোধী বিজেপি। কিন্তু আমরাও ছেড়ে কথা বলব না। আমাদের হকের টাকা আমরা আদায় করেই ছাড়ব। আমাদের লড়াই চলছে, চলবে!
বাংলাকে বঞ্চনার বিরুদ্ধে সংসদের বাইরে গর্জে উঠলেন তৃণমূল সাংসদরা (TMC_Protest)। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেওয়া চ্যালেঞ্জ পূরণ করতে ব্যর্থ কেন্দ্রের বিজেপি সরকার। বাংলার বরাদ্দ যে শূন্য সে কথা তথ্য পরিসংখ্যান দিয়ে সকলের সামনে তুলে ধরেছেন অভিষেক। কিন্তু কেন্দ্র টানা মিথ্যাচার করে গেছে। এরপরই শ্বেতপত্র প্রকাশ করার চ্যালেঞ্জ জানিয়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। তারপর কেটেছে ২১ মাস। শ্বেতপত্র কোথায়? বুধবার সংসদ চত্বরে সাদা কাগজ হাতে কেন্দ্রের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ জানালেন তৃণমূল সাংসদরা।

উপস্থিত ছিলেন কাকলি ঘোষ দস্তিদার, দোলা সেন, রচনা বন্দ্যোপাধ্যায়, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়া, সাকেত গোখলে, ডেরেক ও ব্রায়েন, প্রতিমা মণ্ডল, সাগরিকা ঘোষ, সায়নী ঘোষ, ইরফান পাঠান, কীর্তি আজাদ, মিতালী বাগ-সহ দুই কক্ষের প্রায় সব সাংসদরাই। শামিল হয়েছে কংগ্রেস এবং সমাজবাদী পার্টিও।

আরও পড়ুন- জয়পুর-বিকানের জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৪ আহত ২৭

শীতকালীন অধিবেশন শুরুর প্রথম দিন থেকেই কেন্দ্রের বিরুদ্ধে কখনও বঞ্চনা তো কখনও এসআইআর ইস্যু নিয়ে সরব হতে দেখা গেছে রাজ্যের শাসক দলকে। বন্দেমাতরম স্রষ্টা সাহিত্য সম্রাটকে প্রধানমন্ত্রী “বঙ্কিম দা” সম্বোধন করায়, মঙ্গলবার মনীষীদের ছবি হাতে মৌন ভাবে নিজেদের প্রতিবাদ জারি রেখেছিল তৃণমূল কংগ্রেস।

বুধবার লোকসভা রাজ্যসভার সাংসদদের (TMC_Protest) দেখা গেল সাদা কাগজ হাতে বিক্ষোভ দেখাতে।শ্বেতপত্র প্রকাশের দাবি, তাই সাদা কাগজে কিছু না লিখেই প্রতিবাদ করা হয়। সঙ্গে স্লোগান, ‘বাংলার বকেয়া কবে মেটানো হবে নরেন্দ্র মোদি জবাব দাও।’ অন্য বিরোধীরাও এই প্রতিবাদের সামিল হওয়ায় রাজ্যের শাসকদলের দাবি যে বৈধ, সেটা অন্য বিরোধী দলগুলির সমর্থনে আরও বেশি করে স্পষ্ট হয়ে উঠলো।

এদিনের প্রতিবাদ কর্মসূচির প্রসঙ্গে রাজ্যসভার তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, “আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক একুশ মাসে কেন্দ্রকে চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন। বাংলার কতটাকা বকেয়া রয়েছে। বাংলায় কেন্দ্রীয় প্রকল্পের জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে, সেটার শ্বেতপত্র প্রকাশ করা হোক। কিন্তু আজও কোনও শ্বেতপত্র প্রকাশ করা হয়নি। তাই আমরা আজ কেন্দ্রের এই নীরবতার প্রতিবাদ করছি।”

Latest article