সংবাদদাতা, পুরুলিয়া : আগে থেকেই কর্মসূচি চূড়ান্ত হয়েছিল। সেই কর্মসূচির সাফল্য কামনা করে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের শুভেচ্ছাবার্তা পৌঁছতেই নতুন করে উৎসাহ ছড়িয়ে পড়ল সর্বত্র। ফলে মঙ্গলবার তৃণমূল সংখ্যালঘু সেলের পুরুলিয়া জেলা শাখার উদ্যোগে রঘুনাথপুর কমিউনিটি হলে আয়োজিত ইফতার সামগ্রী ও ইদের উপহার দানের কর্মসূচি নতুন মাত্রা পেল। সংগঠনের আয়োজনে অভিভূত রাজ্য সভাপতি, বিধায়ক মুসারফ হোসেনও শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন।
আরও পড়ুন-রাস্তার শিলান্যাসে চমক, বাম ছেড়ে তৃণমূলে যোগ
তৃণমূল সংখ্যালঘু সেলের জেলা সভাপতি সাদ্দাম হোসেন আনসারি প্রকাশ্যে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রত্যন্ত এই জেলার কথা যেভাবে মনে রেখেছেন,তাতেই বোঝা যায় তিনি সত্যিই বাংলার নয়নের মণি। অনুষ্ঠানটি রঘুনাথপুরে আয়োজিত হলেও সংখ্যালঘু দুঃস্থ পরিবারগুলির প্রত্যেকের হাতে ইদের উপহার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। মঞ্চ থেকে পাঁচশো জনের হাতে সরাসরি উপহার তুলে দেওয়ার পাশাপাশি সংগঠনের ব্লক সভাপতিদের মাধ্যমে প্রতিটি ব্লকেও উপহার পাঠানো হয় এক হাজারের বেশি পরিবারকে। অনুষ্ঠানে ছিলেন জেলা সভাধিপতি নিবেদিতা মাহাত, জেলা আইএনটিটিইউসি সভাপতি উজ্জ্বল কুমার, জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক হাজারী বাউরী, জেলা পরিষদ সদস্য নুরুন নাহার ও অর্জুন মাহাত, রঘুনাথপুরের দুই পুরপিতা প্রণব দেওঘরিয়া ও মৃত্যুঞ্জয় পরামানিক প্রমুখ। সভাধিপতি বলেন, আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত। তাঁর নীতিতে ধর্মের বিভাজন নয়, সকলের অংশগ্রহণই উৎসবকে সুন্দর করে। সেজন্যই বাংলায় উৎসব হয় আনন্দমুখর। এই উৎসবে দুঃস্থদের পাশে দাঁড়ানোর জন্য তিনি অভিনন্দন জানান জেলা সংখ্যালঘু সেলকে। সাদ্দাম বলেন, আমরা বাংলায় সংখ্যালঘু, সংখ্যাগুরু নিয়ে ভাবি না। আমরা সকলেই বাংলার। তাই উৎসবের দিনে সকলে যাতে আনন্দে থাকতে পারেন সেটুকুই চেষ্টা করি। এই আয়োজনে অভিষেক বন্দোপাধ্যায় শুভেচ্ছাবার্তা পাঠানোয় কৃতজ্ঞ সাদ্দাম বলেন, ইদের আগে আমরা তাঁর কাছ থেকে ঐক্যের বার্তাই পেলাম।