অসীম চট্টোপাধ্যায়, আসানসোল: রাজ্যে শিল্পায়নের মাধ্যমে নতুন কর্মসংস্থানের স্বপ্ন দেখিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে ময়দানে নামলেন পশ্চিম বর্ধমানের জামুড়িয়ার তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) বিধায়ক হরেরাম সিং। ‘জাগো বাংলা’কে এক একান্ত সাক্ষাৎকারে জানালেন বেশ কিছু পরিকল্পনার কথা। বললেন, ‘এই বিধানসভায় প্রথমবার জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। আর সেদিন থেকেই জামুড়িয়া লালদুর্গ নামক মিথ থেকে মুক্ত হয়েছে। বাম আমলে এই বিধানসভার প্রকৃত উন্নয়ন বলতে কিছুই হয়নি। ২০০৯ সালে এক বেসরকারি সংস্থা ৯০০ বিঘা জমি কিনেছিল। কারখানা করেনি।’ তিনি বিধায়ক হয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনায় বসেন। ১৫০০ কোটি টাকা ব্যয়ে সংস্থাটি ‘রেশমি স্টিল অ্যান্ড পাওয়ার’ নামে একটি কারখানা করছেন। যেখানে শুধু প্রত্যক্ষভাবেই ১৫ হাজার কর্মসংস্থান হতে চলেছে। হরেরাম বলেন, ‘শ্যাম সেল’ নামে অন্য একটি কারখানার মালিক মুখ্যমন্ত্রীর নির্দেশে তাদের সম্প্রসারণ প্রকল্পটি জামুড়িয়াতেই করবে বলে জানিয়েছে। ওখানেও কয়েক হাজার স্থানীয়র চাকরি হবে। জামুড়িয়ায় ১৭-১৮টি শিল্প কারখানা রয়েছে। প্রায়ই ছোটখাটো অগ্নিকাণ্ড ঘটে। তাই একটি দমকল কেন্দ্র করতে চান। বিধায়ক হয়ে মাত্র দু মাসেই রাজ্য সরকারের কাছ থেকে পাঁচ কোটি টাকা পেয়েছেন। সেই টাকায় একটি ১০০ শয্যার হাসপাতাল তৈরি হচ্ছে। কারখানার বর্জ্য পড়ে পড়ে সিংহারণ নদীটি প্রায় মজে গিয়েছে। নদী সংস্কারের জন্য দুটি পাইলট প্রকল্প জমা দিয়েছেন।