পেট্রোপণ্যের অগ্নিমূল্যের প্রতিবাদে দক্ষিণ হাওড়ার মিছিলে রাজ্যপালকে তোপ তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষের

Must read

ক্রমশই বাড়ছে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস সহ ওষুধের দাম। এই মূল্যবৃদ্ধি নিয়ে বারবারই সরব হচ্ছে তৃণমূল কংগ্রেস। মূল্যবৃদ্ধি নিয়ে রাজ্য জুড়ে চলছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ। এদিন দক্ষিণ হাওড়ায় ট্রেড ইউনিয়নের ডাকে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নিমতলা ইন্ডিয়ান ওয়েল গেট থেকে হাঁসখালি পোল পর্যন্ত মিছিল করে তৃণমূল কংগ্রেস। মিছিলে পা মেলান হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ডোমজুড় কেন্দ্রের তৃণমূল (Trinamool Congress) বিধায়ক কল্যাণ ঘোষ, দক্ষিণ হাওড়া কেন্দ্রের তৃণমূল বিধায়ক নন্দিতা চৌধুরী, হাওড়া জেলা জয়হিন্দ বাহিনীর সভাপতি পার্থ বোস, হাওড়া জেলা আইএনটিটিইউসি-র সভাপতি প্রাণকৃষ্ণ মজুমদার সহ একাধিক তৃণমূল নেতৃত্ব।এরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক হয়ে ওঠেন তৃণমূল বিধায়ক তথা জেলা সভাপতি কল্যাণ ঘোষ। তিনি বলেন, কেন্দ্রের জনবিরোধী সরকারের পতন অনিবার্য। সাধারণ মানুষ সব বুঝতে পারছে। বাংলায় গো হারান হেরেছে বিজেপি, তাই মানুষের উপর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে। এরপরই রাজ্যপালকে তীব্র কটাক্ষ করেন বিধায়ক। বলেন, জনগণের সুবিধার্থে নেওয়া তৃণমূল কংগ্রেসের যে কোনও উদ্যোগ – পদক্ষেপ নিয়ে কটাক্ষ করা রাজ্যপাল সবেতেই টুইট করেন। অথচ উনি এই মূল্যবৃদ্ধি নিয়ে কোনও টুইট নেই ওনার। আসলে উনি রাজ্যপাল নন উনি ‘ পদ্মপাল ‘। তবে এইভাবে বেশিদিন চলবে না, জনগণ জবাব দিয়েছে বিধানসভা নির্বাচনে, ২০২৪ এও জবাব দেবে।তৃণমূল (Trinamool Congress) বিধায়ক নন্দিতা চৌধুরী বলেন, আমরা বিধানসভায় সরব হচ্ছি প্রতিনিয়ত। আমাদের সাংসদরাও সরব হচ্ছেন তবুও কেন্দ্রীয় সরকার কোনও পদক্ষেপ নিচ্ছে না। আজ তাই আমরা বাধ্য হচ্ছি রাস্তায় নেমে প্রতিবাদ করতে। কল্যাণ ঘোষের বক্তব্য টেনে রাজ্যপালের এক্ষুনি পদত্যাগ করার দাবি জানান তিনি। নন্দিতা চৌধুরী বলেন, বর্তমান রাজ্যপাল বিজেপির একজন এজেন্ট মাত্র। পদত্যাগ করে রাজ্য ছাড়া উচিত বর্তমান রাজ্যপালের। আগামী দিনে এই মূল্যবৃদ্ধি জারি থাকলে আরও বৃহত্তর আন্দোলনে নামারও কড়া হুঁশিয়ারি দেন দক্ষিণ হাওড়ার বিধায়ক।

Latest article