তৃণমূল বিধায়ক নন্দিতা চৌধুরীর উদ্যোগে দক্ষিণ হাওড়া মেতে উঠল বসন্ত উৎসবে

Must read

বুধবার বসন্ত উৎসবে মেতে ওঠে দক্ষিণ হাওড়াবাসীরা। তৃণমূল কংগ্রেস বিধায়ক নন্দিতা চৌধুরী বুধবার নানান রঙের আবিরে রাঙিয়ে তুললেন দক্ষিণ হাওড়া বিধানসভার সকল মানুষকে। এই বসন্ত উৎসব অনুষ্ঠিত হয় দানেশ শেখ লেনের দিনান্ত আসর মাঠে। অনুষ্ঠানের শুরুতে শ্রদ্ধাজ্ঞাপন করা হয় হাওড়ার প্রাক্তন সাংসদ তথা বর্তমান তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) বিধায়ক নন্দিতা চৌধুরীর পিতা স্বর্গীয় অম্বিকা বন্দ্যোপাধ্যায় সহ সদ্য প্রয়াত তিন সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকর, বাপ্পি লাহিড়ী ও সন্ধ্যা মুখোপাধ্যায়কে।

আরও পড়ুন – দুর্যোগে বাংলা কী ​পেল ? : প্রশ্ন ডাঃ শান্তনু সেনের

বসন্ত উৎসবের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়, ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি, বালি কেন্দ্রের তৃণমূল বিধায়ক ডঃ রানা চ্যাটার্জী, হাওড়া জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা ডোমজুড় কেন্দ্রের বিধায়ক কল্যাণ ঘোষ, হাওড়া জেলা যুব তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সভাপতি তুষার কান্তি ঘোষ সহ একাধিক নেতৃত্ব। অনুষ্ঠানের ওপর আকর্ষণ ছিল টেলিভিশনের জনপ্রিয় সিরিয়াল ‘ মিঠাই ‘ এর অভিনেতা অদ্রিত এবং সিনেমা – সিরিয়াল খ্যাত অভিনেতা ও সঙ্গীত শিল্পী সাহেব চট্টোপাধ্যায়। দুই অভিনেতার সঙ্গীত পরিবেশনা অন্য মাত্রা পায় বসন্ত উৎসব।

তৃণমূল বিধায়ক নন্দিতা চৌধুরী (Nandita Chowdhury) বলেন, প্রায় দুবছর পর আবারও সবাই বসন্ত উৎসবে সামিল হতে পারছে। তাই দক্ষিণ হাওড়াবাসীকে একটু আবিরের ছোঁয়ায় রাঙিয়ে দেওয়ার প্রচেষ্টা। সবাই খুব আনন্দ করছে, এই আনন্দ দেখে আমার মন আজ খুব খুশি। তবে এই অনুষ্ঠান একেবারেই নন্দিতা চৌধুরীর অনুষ্ঠান নয়, এই অনুষ্ঠান আমার বিধানসভার সকল কর্মীদের অনুষ্ঠান। সবাই এক অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে না এলে এই অনুষ্ঠান করা সম্ভব হত না কখনোই। এই বছর থেকে শুরু করলাম, প্রতি বছরই আমরা এরকম অনুষ্ঠান করবো। সকলকে নিয়ে উৎসবে মেতে উঠব।”

Latest article