বঙ্গ

সংসদীয় কমিটির বৈঠকে ঝড় তুললেন তৃণমূল সাংসদ

প্রতিবেদন: বাংলায় গঙ্গার ভাঙন প্রতিরোধে কেন্দ্রের ব্যর্থতার বিরুদ্ধে সংসদীয় কমিটির বৈঠকে ঝড় তুললেন মথুরাপুরের তৃণমূল সাংসদ বাপি হালদার। তাঁর প্রশ্ন, স্থায়ী সমাধানের ব্যবস্থা না করে কোনওরকমে অস্থায়ী বাঁধ দিয়ে কেন দায় সারছে মোদি সরকার। শুক্রবার দিল্লিতে ছিল কেন্দ্রীয় জলসম্পদ দফতরের সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক। এখানেই কেন্দ্রের অপদার্থতার বিরুদ্ধে সুর চড়ান তৃণমূল সাংসদ। দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন অঞ্চল কীভাবে ভাঙনের গ্রাসে চলে যাচ্ছে তা রীতিমতো তথ্য দিয়ে তুলে ধরেন। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন, গ্রাম বাংলার মানুষকে কীভাবে মূল্য দিতে হচ্ছে কেন্দ্রের উদাসীনতা এবং ব্যর্থতার। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনার ঘোড়ামারা, গঙ্গাসাগর, গোবর্ধনপুর, নামখানা, রায়দিঘি-সহ বেশ কিছু এলাকার গঙ্গার ভাঙনের বাস্তব ছবি সবিস্তারে তুলে ধরেন মথুরাপুরের তৃণমূল সাংসদ। বন্যাপ্রতিরোধেও ব্যর্থতার জন্য কেন্দ্রকে তীব্র ভাষায় আক্রমণ করেন তিনি। বাপি হালদার স্পষ্ট জানিয়ে দেন, এভাবে রিংবাঁধ দিয়ে ভাঙন আটকানো অসম্ভব। চাই কংক্রিট বাঁধ। তিনি প্রশ্ন তোলেন, কংক্রিটের বাঁধ দিয়ে ভাঙন সমস্যার স্থায়ী সমাধানে কোনও উদ্যোগ দেখাচ্ছে না কেন কেন্দ্র? বাপি হালদারের প্রশ্নের কোনও সদুত্তর দিতে পারেনি বিজেপি সরকার।

আরও পড়ুন-পঞ্চায়েত সিজন ফোর

এদিনের বৈঠকের অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়, দেশের মধ্যে বাংলায় নদীর ভাঙন-প্রবণতা যে সবচেয়ে বেশি তা মেনে নিয়েছে কেন্দ্র। মালদা, মুর্শিদাবাদ এবং দক্ষিণ ২৪ পরগনার ভাঙনের চিত্রটাও তাদের কাছে স্পষ্ট। কিন্তু সবকিছু জেনেও ভাঙনরোধে কেন প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে না মোদি সরকার, রহস্যটা সেখানেই। এদিনের বৈঠকে বাপি হালদার সরাসরি কেন্দ্রের কাছে জানতে চান, ভাঙনপ্রবণ এলাকার বাসিন্দাদের সুরক্ষার জন্য কেন দায়িত্ব পালন করছে না তারা? বিশেষজ্ঞ দলের এ-ব্যাপারে ভূমিকা কী? এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন গঙ্গাভাঙন প্রতিরোধ কমিটির সদস্যরাও।

Jago Bangla

Recent Posts

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

2 minutes ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

11 minutes ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

16 minutes ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

25 minutes ago

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

1 hour ago

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

1 hour ago