প্রতিবেদন: ভোটচুরির দায় স্বীকার করে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবি জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের (TMC) লোকসভা সাংসদ মহুয়া মৈত্র। নির্বাচন কমিশনকে তীব্র ভাষায় আক্রমণ করে মহুয়া বলেন, ভোটচোররা মানব নিয়ন্ত্রিত ভোটার মেশিন ব্যবহার করে কারচুপি করছে। বিজেপি ও নির্বাচন কমিশনকে এদিন একহাত নিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ (TMC) সাকেত গোখেলও। তাঁর কটাক্ষ, নির্বাচন কমিশন ও বিজেপি একে অন্যের সঙ্গে হাত মিলিয়ে ভোট চুরি করছে।
আরও পড়ুন-দৃষ্টিহীনদের জন্য অভিনব উদ্যোগ, প্রকাশিত হল ব্রেইল পুজো গাইড