ভুল তথ্যের জন্য ক্ষমা চাইতে হবে সুকান্তকে, দাবি তৃণমূল সাংসদদের

ভুল পোস্টের জন্য ক্ষমা চাইতে হবে বিজেপি সুকান্ত মজুমদারকে। বুধবার এই দাবি তুললেন রাজ্যসভার তৃণমূল সাংসদ সাকেত গোখেল।

Must read

প্রতিবেদন: ভুল পোস্টের জন্য ক্ষমা চাইতে হবে বিজেপি সুকান্ত মজুমদারকে। বুধবার এই দাবি তুললেন রাজ্যসভার তৃণমূল সাংসদ সাকেত গোখেল। বিভ্রান্তিকর পোস্টের জন্য এদিন সুকান্তকে তীব্রভাষায় আক্রমণ করেন সাকেত। বিজেপির এই নেতাকে একহাত নিয়েছেন রাজ্যসভায় তৃণমূলের ডেপুটি লিডার সাগরিকা ঘোষ এবং মুখ্যসচেতক নাদিমুল হকও। ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত আসা শরণার্থীরা ভারতের নাগরিকত্ব পাবেন। কেন্দ্রীয় সরকারের বিজ্ঞপ্তি তুলে ধরে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।

আরও পড়ুন-অনটনকে হার মানিয়ে ডাক্তার হতে চলেছেন নির্মাণ শ্রমিক

তৃণমূল কংগ্রেস সুকান্তর এই পোস্টের ভুয়ো তথ্য হাতেনাতে ধরে ফেলে। বেআব্রু করে দেয় বিজেপির অভিসন্ধিকে। যদিও নিজের ভুল পোস্ট পরে ডিলিট করে দেন সুকান্ত। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ সাকেত গোখেলের কটাক্ষ, ভুয়ো পোস্ট চুপচাপ মুছে দিয়েছেন সুকান্ত। কিন্তু এর জন্য ক্ষমা চাননি তিনি। সাকেত স্পষ্ট করে দেন, এই আইনের মাধ্যমে নাগরিকত্বের জন্য সময়সীমার তারিখ ধরে এভাবে আবেদন করা যায় না। এর জন্য পুনরায় আইন সংশোধনের প্রয়োজন রয়েছে। সুকান্ত মজুমদার ভুয়ো তথ্য ছড়িয়ে দিচ্ছেন। সাকেতের প্রশ্ন, কেন্দ্রীয় মন্ত্রী যাচাই না করে কেন এই পোস্ট করলেন? এক্ষেত্রে কি ফ্যাক্ট চেক হবে না? এদিন কেন্দ্রীয় সরকারের বিজ্ঞপ্তি জারির পরে নিজের পোস্টে সুকান্ত লেখেন, ‘দেশের স্বরাষ্ট্রমন্ত্রক সিএএ-র জন্য কাট অফ তারিখ এগিয়ে এনে ৩১ ডিসেম্বর, ২০২৪ করেছে।’ এরপরেই তৃণমূল সাংসদ সমালোচনায় সোচ্চার হন। তৃণমূলের রাজ্যসভার আরও দুই সাংসদ সাগরিকা ঘোষ এবং নাদিমুল হক একই সুরে সুকান্তকে একহাত নিয়ে বলেন, ইচ্ছে করেই মানুষকে বিভ্রান্ত করছে বিজেপি।

Latest article