প্রতিবেদন: তৃণমূলের বাক্যবাণে কুপোকাৎ বিজেপি। লোকসভায় দাঁড়িয়ে মোদি সরকারকে রীতিমতো তুলোধোনা করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। চাঁচাছোলা ভাষায় মনে করিয়ে দিলেন, করোনা অতিমারির সময়ে মাঠে নেমে কাজ করেছেন তৃণমূল সাংসদরা৷ কেন্দ্রীয় মন্ত্রীদের মত দিল্লিতে বসে জ্ঞান বিতরণ করেননি। বুধবার ডিজাস্টার ম্যানেজমেন্ট (সংশোধনী) বিল নিয়ে আলোচনার সময়ে করোনাকালে পশ্চিমবঙ্গ সরকার ও তৃণমূল সাংসদদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায়৷ তাঁকে বাধা দেওয়ার চেষ্টা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই বলার চেষ্টা করেন করোনা কালে বাংলার সরকার কেন্দ্রীয় উদ্যোগে বাধা দিতে চেষ্টা করেছে৷ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর এই মিথ্যাচারকে ফুত্কা্রে উড়িয়ে দিয়ে নিজের আসনে দাঁড়িয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এক হাত নেন নিত্যানন্দ রাইকে৷ তাঁর কটাক্ষ – হিন্দিতে একটা গান আছে, ঝুট বোলে কাউয়া কাটে৷ সংসদে দাঁড়িয়ে মিথ্যাচার করার জন্য আপনাকে কাকে কামড়াবে৷ আমরা আপনাদের মত দিল্লিতে বসে থাকিনি৷ করোনা অতিমারির সময়ে মাঠে নেমে লোকের পাশে দাঁড়িয়েছি, নিজেদের জীবন তুচ্ছ করে৷
আরও পড়ুন-বিজেপি নেতাকে মেরে ঝুলিয়ে দিল মাওবাদীরা
এবার কিছু বলতে চেষ্টা করেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া৷ তাঁকে থামিয়ে দিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, শুনুন আমাদের জ্ঞান দেবেন না৷ আমরা সারা বছর মানুষের পাশে থাকি৷ আমরা সমাজের তৃণমূলস্তর থেকে উঠে এসেছি, আপনার মত রাজা- মহারাজা পরিবারের সদস্য নই৷ আমরা মানুষের দু:খকষ্ট লাঘব করার কাজ করে থাকি সারাবছর৷ আপনি সুন্দর দেখতে বলে যা ইচ্ছে তাই বলে যাবেন আর সবাই তা মেনে নেবে, এটা হতে পারে না৷ রাজা মহারাজাদের স্বভাব হল, তাঁরা সবাইকে নিচু দেখাতে চান৷ আমরা আপনার প্রজা নই৷ আমাদের এই ভাবে নিচু দেখানো বা ছোট করার কোনও অধিকার আপনার নেই৷ তৃণমূল সাংসদের এই উক্তিকে সমর্থন জানান সভায় উপস্থিত বিরোধী শিবিরের সাংসদরা৷ একেবারে কোনঠাসা হয়ে পড়ে শাসকপক্ষ। শাসক বিরোধী সংঘাতের আবহে সাময়িক ভাবে মুলতুবি হয়ে যায় লোকসভার অধিবেশন৷