এক বছরেই পাল্টে গিয়েছে তৃণমূলের পুরসভার ভোল

রাস্তাঘাট পরিষ্কারপরিচ্ছন্ন রাখা থেকে বিভিন্ন পার্ক সাজানো, শহরে স্থাপিত বিভিন্ন মনীষীর মূর্তি সংস্কার, কাশিমবাজার এলাকার ঐতিহাসিক স্থান সংরক্ষণ করা হয়েছে।

Must read

সংবাদদাতা, বহরমপুর : এক বছর পূর্ণ করল তৃণমূল পরিচালিত বহরমপুর পুরসভা। বৃহস্পতিবার এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে পুরসভা। সেখানে পুরপ্রধান নাড়ুগোপাল মুখোপাধ্যায় বলেন, ‘গত এক বছরে কোটি কোটি টাকার উন্নয়ন হয়েছে বহরমপুর শহরে। রাস্তাঘাট পরিষ্কারপরিচ্ছন্ন রাখা থেকে বিভিন্ন পার্ক সাজানো, শহরে স্থাপিত বিভিন্ন মনীষীর মূর্তি সংস্কার, কাশিমবাজার এলাকার ঐতিহাসিক স্থান সংরক্ষণ করা হয়েছে। এছাড়া ২ কোটির বেশি ব্যয়ে খাগড়া এবং গোরাবাজারে দুটি ইলেকট্রিক চুল্লি নির্মাণ হয়েছে। বহরমপুর ব্যারাক স্কোয়ারকে ঢেলে সাজা হয়েছে। হাউস ফর অল প্রকল্পে এক হাজারের বেশি বাড়ি হয়েছে।

আরও পড়ুন-জারিনদের সামনে এবার সোনার হাতছানি

শহরে প্রায় ৫৫ হাজার বস্তিবাসীর জন্য বেশ কয়েকটি স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র হয়েছে। শহরের ময়লা আবর্জনা পরিষ্কারের জন্য আরও ৩০০ কর্মী বাড়িয়েছে পুরসভা। রাজ্য সরকার পুরসভাকে গাইডলাইন দিয়ে কাজ করাচ্ছে। বৃষ্টির জল যাতে গঙ্গায় দূষণ না ছড়ায় তার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া শহরে বাড়ি বাড়ি জল পৌঁছে দিতে পিএইচই দফতরের কাছ থেকে জলের প্রকল্পের হস্তান্তর করেছে পুরসভা। অথচ উন্নয়ন আটকাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে কংগ্রেস। কিন্তু কোনওভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন আটকাতে পারবে না বিরোধীরা। আগামী দিনে পুর নাগরিকদের আরও অনেক কিছু উপহার দেবে পুরসভা।’ পুরসভার উপদেষ্টামণ্ডলীর চেয়ারপার্সন শাওনি সিংহরায় বলেন, ‘বহরমপুর পুরসভা এক বছর ধরে যেভাবে পরিষেবা দিয়ে যাচ্ছে সেই পরিষেবা আগামী দিনেও দিয়ে যাবে আশা আছে।’

Latest article