স্বজনহারাদের পাশে তৃণমূল

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দোষীদের কোনও ভাবে রেয়াৎ করবেন না এবং তাঁদের কঠোর শাস্তি হবেই। স্বজন হারাদের এই বলে আশ্বস্ত করেন প্রতিনিধিরা।

Must read

সংবাদদাতা, এগরা: এগরা-বিস্ফোরণে নিহত ও আহতদের পরিবারের পাশেই রয়েছে রাজ্য। বুধবার এগরার খাদিকুলে গিয়ে স্বজনহারাদের এই বার্তাই দিলেন রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া ও তৃণমূল সাংসদ দোলা সেন। সঙ্গে ছিলেন মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী, স্থানীয় বিধায়ক তরুণ মাইতি। তৃণমূল প্রতিনিধি দলকে সামনে পেয়ে কান্নায় ভেঙে পড়েন সদ্য স্বজনহারা পরিবারগুলো। তাঁরা অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দোষীদের কোনও ভাবে রেয়াৎ করবেন না এবং তাঁদের কঠোর শাস্তি হবেই। স্বজন হারাদের এই বলে আশ্বস্ত করেন প্রতিনিধিরা।

আরও পড়ুন-বর্ষায় দুর্ঘটনা রোধে পদক্ষেপের নির্দেশ

মন্ত্রী মানস ভুঁইয়া বলেন, নিহত এবং আহতদের পরিবারের পাশে আমরা আছি, প্রশাসনও আছে। রাম-বাম চায়নি মুখ্যমন্ত্রীর বার্তা এই মানুষগুলোর কাছে পৌঁছাক। তাই কিছু লোক চিৎকার করছিল। শান্তি বিঘ্নিত করতে চেয়েছে ওরা। আমরা প্ররোচনায় পা দিইনি। সাংসদ দোলা সেন বলেন, এখানে রাজনীতি করতে আসিনি। মুখ্যমন্ত্রী নিহত ও আহতদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশেই আমরা স্বজনহারা পরিবারগুলির বেদনার শরিক হলাম। বুধবার বেলা একটা নাগাদ এগরার খাদিকুলে পৌঁছয় তৃণমূলের প্রতিনিধি দল।

আরও পড়ুন-বিচারপতির রায় নিয়ে সংশয় তৃণমূল কংগ্রেসের

সেই সময় বিজেপি ও সিপিএমের হাতে গোনা কয়েকজন তৃণমূল প্রতিনিধিদের বাধা দেওয়ার চেষ্টা করে। তাঁদের পাত্তা না দিয়ে স্বজন হারানো পরিবারগুলোর কাছে যান মানস ভুঁইয়া, দোলা সেনরা। তাঁরা কথা বলেন পরিবারগুলির সঙ্গে। কিছু পরে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখ পড়েন রাজ্যের বিরোধী দলনেতা। বিধায়ক তরুণ মাইতি ঘটনার পর থেকে ওখানেই রয়েছেন। হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার তদারকি করছেন। তিনি বলেন, আমি আশ্বস্ত করছি দোষীদের চরম শাস্তি হবে। তৃণমূল অবশ্য ঘটনার জন্য বিজেপিকে দায়ী করেছে। মূল অভিযুক্ত ভানু বাগ অধিকারী পরিবার ঘনিষ্ঠ বলেই অভিযোগ করেছে।

Latest article