‘সার’ আতঙ্কে মৃত্যু, পাশে তৃণমূল, স্বজনহারাদের বাড়িতে দল, সমবেদনা

এই পরিস্থিতিতে আত্মঘাতীদের পরিবারের পাশে দাঁড়াতে বিশেষ টিম তৈরি করে দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Must read

প্রতিবেদন : এসআইআরের আতঙ্কে রাজ্যে মৃতের সংখ্যা বাড়ছে। দু’জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন। এই পরিস্থিতিতে আত্মঘাতীদের পরিবারের পাশে দাঁড়াতে বিশেষ টিম তৈরি করে দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই টিমে রয়েছেন রাজ্যস্তরের নেতা থেকে শুরু করে জনপ্রতিনিধিরা।

আরও পড়ুন-৩৯ বছর আগে ম্যাচের সেরা হয়েছিলেন ‘দিদি’

শনিবারই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে এই দলের সদস্যরা এসআইআরের বলি হওয়া পরিবারগুলির কাছে গেলেন। পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করলেন। মৃতদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখবেন প্রতিনিয়ত। দলীয় নির্দেশ অনুসারে সকল প্রকার সহায়তা প্রদান করবেন তাঁদের। অভিষেক বিশেষ টিম গড়ে দেওয়ার পর শনিবারই এসআইআর-আতঙ্কে যাঁরা আত্মহত্যা করেছেন তাঁদের পরিবারের সঙ্গে দেখা করতে যান তৃণমূল নেতা-নেত্রীরা। কাকলি সরকারের পরিবারের সঙ্গে বিকেল ৫টায় দেখা করেন সাংসদ পার্থ ভৌমিক ও সামিরুল ইসলাম। টিটাগড়ে যান মন্ত্রী ডাঃ শশী পাঁজা, তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। ডানকুনিতে মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, তৃণমূল ছাত্র পরিষদের সহ-সভাপতি সুদীপ রাহা। হুগলিতে যান তৃণমূল ছাত্র পরিষদের চেয়ারপার্সন জয়া দত্ত এবং স্থানীয় নেতারা। উলুবেড়িয়ায় যান তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী এবং স্থানীয় নেতারা। আজ, রবিবার বিকেল ৪টেয় জামালপুরে বিমল সাঁতরার বাড়িতে যাবেন নরেন্দ্রনাথ চক্রবর্তী ও রবি চট্টোপাধ্যায়। রামনগরে শেখ সিরাজউদ্দিনের বাড়িতে বিকেল ৪টেয় যাবেন ঋজু দত্ত ও স্থানীয় নেতৃত্ব। ভাঙড়ে সকাল ১১টায় শওকত মোল্লা ও অরূপ চক্রবর্তী যাবেন সফিকুল ইসলামের বাড়ি। বহরমপুরে দুপুর ২টোয় তারক সাহার বাড়ি যাবেন মন্ত্রী চন্দ্রিমা ভট্যাচার্য, অপূর্ব সরকার ও স্থানীয় নেতৃত্ব। কুলপিতে হাফেজের বাড়ি যাবেন সাংসদ পার্থ ভৌমিক ও বাপি হালদার বেলা ১২টায়। বীরভূমের সাঁইথিয়ায় সকাল ১১টায় বিমান প্রামাণিকের বাড়ি যাবেন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, সঙ্গে থাকবেন স্থানীয় নেতৃত্ব।

Latest article