ব্লকে ব্লকে বিজয়া সম্মিলনীর আয়োজন তৃণমূলের

Must read

বরাবরই নিবিড় জনসংযোগের উপর জোর দেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে সেই রীতিকেই সামনে রেখেই বিজয়া সম্মিলনীর (Bijaya Sammilani) আয়োজন করছে রাজ্যের শাসকদল। জেলা, ব্লক, অঞ্চল পর্যন্ত এই বিজয়া সম্মিলনী হবে।

সড়ম্বরে নির্বিঘ্নেই কেটেছে দুর্গাপুজো। এবার রেড রোডে পুজোর কার্নিভাল আর সেই দিন থেকেই শুরু হবে বিজয় সম্মিলনী। কমপক্ষে ৫০ জন নেতানেত্রী বক্তাদের তালিকায় থাকবেন। ৫ অক্টোবর থেকেই তৃণমূলের এই কর্মসূচি শুরু হবে। তৃণমূল সূত্রের খবর, এই কর্মসূচির কথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। ৫০জনের বেশি নেতা, মন্ত্রী সাংসদ, বিধায়ক এই বিজয়া সম্মেলনীর অনুষ্ঠানে যোগ দেবেন। রাজ্যের বিভিন্ন প্রান্তে তাঁরা যাবেন। ব্লকে ব্লকে পৌঁছে সৌজন্য বিনিময় করবেন। কথা বলবেন স্থানীয়দের সঙ্গে।

আরও পড়ুন-স্ট্যালিনের বাড়িতে বোমা হামলার হুমকি

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে সর্বস্তরের কর্মীকে আরও ঐক্যবদ্ধ করতে চাইছে তৃণমূল। যে কারণেই জেলা, ব্লক, অঞ্চল পর্যন্ত বিজয়া সম্মিলনীর (Bijaya Sammilani) আয়োজন। তৃণমূল সূত্রে খবর, জেলা থেকে টাউন, অঞ্চল স্তরেও হবে বিজয়ার শুভেচ্ছা জ্ঞাপন চলবে। বর্ষীয়ান তৃণমূল কর্মী এবং প্রথম দিন থেকে দলের সঙ্গে থাকা নেতা ও কর্মীদের বিশেষভাবে সম্মানিত করা হবে। এছাড়াও বিশিষ্ট ব্যক্তিদেরও তৃণমূলের পক্ষ থেকে সংবর্ধিত করা হবে।

জনসংযোগকে সবসময়ই গুরুত্ব দেয় তৃণমূল। পুজোর আগে হওয়া জেলাওয়াড়ি বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবারই যেসব জায়গায় সংগঠন তুলনামূলকভাবে দুর্বল, সেসব জায়গায় জনসংযোগে জোর দিতে বলেছিলেন। দুর্গাপুজো মিটতেই সেই কাজ শুরু করে দিল রাজ্যের শাসকদল।

Latest article