হাওড়ায় গুলিবিদ্ধ তৃণমূলের পঞ্চায়েত প্রধান ও তাঁর সঙ্গী

Must read

সংবাদদাতা, হাওড়া : দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে গুরুতর জখম হলেন হাওড়ার (Howrah TMC) নিশ্চিন্দার সাঁপুইপাড়া-বসুকাঠি পঞ্চায়েতের প্রধান এবং ওই অঞ্চলের তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান বাবু মণ্ডল ও তাঁর এক সঙ্গী অনুপম রানা। বৃহস্পতিবার রাতে হাওড়ার (Howrah TMC) বালির নিশ্চিন্দায় বুড়ো শিবতলার কাছে ওই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি বিয়ে বাড়ির নিমন্ত্রণ খেয়ে অনুপমের বাইকে চেপে বাড়ি ফিরছিলেন বাবু। তখনই বুড়ো শিবতলার কাছে তাঁদের বাইকের সামনে এসে বাবুকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে দুষ্কৃতীরা। বাবুর কাঁধে ও কোমরে গুলি লাগে। অনুপম বাধা দিতে গেলে তিনিও গুলিবিদ্ধ হন। দু’জনেই গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন। গুলি চালিয়ে দুষ্কৃতীরা অন্ধকারে গা-ঢাকা দেয়। স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে দ্রুত উত্তর হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। পরে বাবু মণ্ডলের অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শুক্রবার তাঁর অস্ত্রোপচার হয়েছে। অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। পুরো ঘটনা সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। খবর পেয়ে হাসপাতালে আসেন হাওড়া জেলা (সদর) তৃণমূল কংগ্রেস সভাপতি ও বিধায়ক গৌতম চৌধুরী, বিধায়ক কল্যাণ ঘোষ, হাওড়া সদর যুব তৃণমূল সভাপতি কৈলাস মিশ্র, ডোমজুড় কেন্দ্র যুব তৃণমূল সভাপতি নুরাজ মোল্লা-সহ দলের নেতা-কর্মীরা। ঘটনাস্থলে আসেন হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণকুমার ত্রিপাঠী-সহ পুলিশ কর্তারা। কল্যাণ ঘোষ বলেন, বিয়েবাড়ি থেকে ফেরার সময় বাবু ওরফে দেবব্রত এবং তাঁর যে গাড়ি চালাচ্ছিলেন তাঁকে গুলি করা হয়। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। দুষ্কৃতীদের কঠোর সাজা দেওয়ার ব্যবস্থা করার জন্য পুলিশের কাছে আবেদন করেছি। পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী বলেন, এই গুলি-কাণ্ডে যে বা যারা যুক্ত তাদের ধরা হবে। সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করা হয়েছে। তাদের খোঁজ চলছে।

আরও পড়ুন- বাংলায় কথা বলায় শ্রমিকদের মারধর, জয় শ্রীরাম বলতে জোর! ওড়িশায় বজরং দলের বিরুদ্ধে অভিযোগ

Latest article