সংবাদদাতা, হুগলি : ফের বিরোধীদের হিংসার শিকার তৃণমূল কর্মী। বুধবার ভরসন্ধ্যায় কোন্নগর কানাইপুরে তৃণমূল কংগ্রেসের (TMC) পঞ্চায়েত সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপাল দুষ্কৃতীরা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কানাইপুর অটোস্ট্যান্ডে। পঞ্চায়েত সদস্য পিন্টু চক্রবর্তী ওরফে মুন্না তাঁর গ্যাসের অফিস থেকে কাজ সেরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। তখন হঠাৎই দুষ্কৃতীরা তাঁর উপর চড়াও হয় ধারালো অস্ত্র নিয়ে। আচমকা এই ঘটনায় থতমত খেয়ে যান প্রত্যক্ষদর্শীরাও। তড়িঘড়ি রক্তাক্ত অবস্থায় পিন্টু চক্রবর্তীকে কানাইপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কলকাতায় এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থলে কানাইপুর ফাঁড়ি পুলিশ উত্তরপাড়া থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে হাজির হয়। হঠাৎ কী কারণে তাঁর উপর হামলা চালানো হল সেই নিয়ে তদন্ত শুরু হয়েছে। পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে।