কমল মজুমদার, জঙ্গিপুর : কিছু দুষ্কৃতীর বিরুদ্ধে অভিযোগ তোলার কয়েক ঘণ্টার মধ্যেই বদলে গেল ছবি। আক্রান্ত বিজেপি প্রার্থীকে জড়িয়ে ধরলেন টাউন তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) সভাপতি নাড়ুগোপাল মুখোপাধ্যায়। বহরমপুরে ১৩ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী অনির্বাণ বিশ্বাস জানান, বুথ পরিদর্শনে যাওয়ার পথে মহাকালী পাঠশালা স্কুলে ভোটকেন্দ্রে পুলিশের বাধার মুখে পড়েন। অভিযোগ, এরপরেই কিছু সমাজবিরোধীর হাতে নিগৃহীত হন। কোনওরকমে পালিয়ে বাঁচেন। এ ঘটনার কিছু পরেই দেখা যায় অন্য ছবি। তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নেতা নাড়ুগোপাল বলেন, ‘‘হামলা কে করেছে জানি না। মনে হচ্ছে, এটা অধীর চৌধুরির ষড়যন্ত্র। শহরে ভয়ের আবহাওয়া তৈরি করছেন অধীর।’’ জঙ্গিপুরের ১৬ নম্বর ওয়ার্ডের বুথের ভেতরে চলল ভাঙচুর। বুথের ভেতর টেবিল-চেয়ার, ইভিএম ভেঙে ফেলা হয়েছে। বন্ধ থাকে ভোটগ্রহণ। ভোটকর্মীরা নিরাপত্তার প্রশ্ন তুলে ক্ষোভে ফেটে পড়েন। ধুলিয়ানে পুলিশকর্মীর চোখে আঘাত লাগে। জঙ্গিপুরে জমায়েত হঠাতে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে। ১৩ নম্বর ওয়ার্ডে দুটো দলের সমর্থকদের মধ্যে দফায় দফায় বচসা হয়, তৈরি হয় উত্তেজনা। জমায়েত হঠাতে লাঠি চালায় পুলিশ। পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় ইট। আহত হন একাধিক পুলিশ কর্মী। আহত পুলিশ কর্মী নবকুমার হাঁসদা ফরাক্কা থানার কনস্টেবল। জঙ্গিপুরের ম্যাকেঞ্জি মোড়ে ১৯ নম্বর ওয়ার্ডের তিনটি বুথে গোলমালের অভিযোগ ওঠে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ। এরপর পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু হয়। কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিও চালায় তারা। শেষ পর্যন্ত পরিস্থিতি আয়ত্তে আনতে সক্ষম হয় পুলিশ।
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…
বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…
‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…