সংবাদদাতা, কাকদ্বীপ : আবাস যোজনা, একশো দিনের কাজের মতো প্রকল্পে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে ফের সরব হল তৃণমূল কংগ্রেস। দলের উদ্যোগে রবিবার দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার বিধানসভার লক্ষ্মীকান্তপুরে প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিধায়ক শওকত মোল্লা, কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদার, সুন্দরবন তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক জেলার যুব সভাপতি বাপি হালদার, মন্দিরবাজার বিধানসভার বিধায়ক জয়দেব হালদার।
আরও পড়ুন-মুখ্যমন্ত্রীকে প্রশংসায় ভাসালেন মতুয়ারা
বিধায়ক শওকত মোল্লা বলেন, কেন্দ্রীয় সরকার এ রাজ্যে ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে, আবাস যোজনা ঘরের টাকা আটকে রেখেছে। এই সরকার গরিবদের মারতে চায়, সেই কারণে রাজ্যের মানুষ তাদের যোগ্য জবাব দিয়েছে পঞ্চায়েত নির্বাচনে। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদে একটা আসনও দখল করতে পারেনি তারা। সাধারণ মানুষ তাদেরক প্রত্যাখ্যান করেছে। ২০২৪-এ লোকসভা ভোটে এই হনুমানের দলকে একেবারে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেওয়ার অপেক্ষায় রয়েছে সাধারণ মানুষ। যুব সভাপতি বাপি হালদার বলেন, সুন্দরবন এলাকায় অধিকাংশ বাঁধ মেরামতির টাকা না দেওয়ার কারণে অনেক কাজ থমকে গিয়েছে। অসহায় গরিব মানুষদের ঘরের কাজ থমকে গিয়েছে। এই কেন্দ্রীয় সরকার দিনের পর দিন বাংলার মানুষকে বঞ্চনা করে যাচ্ছে, মানুষ তার যোগ্য জবাব দেবে ২৪শের লোকসভা নির্বাচনে।