সংবাদদাতা, নলহাটি : রাজনৈতিক লড়াইয়ে এঁটে উঠতে না পেরে প্রতিহিংসার রাজনীতি শুরু করেছে কেন্দ্রের বিজেপি সরকার। বাংলার ন্যায্য পাওনা আটকে রেখেছে তারা। যার জেরে চরম সংকটে পড়েছেন গরিব খেটেখাওয়া মানুষজন। এই বঞ্চনার প্রতিবাদে রাজ্য জুড়েই লাগাতার প্রতিবাদ, অবস্থান বিক্ষোভ চলছে। বৃহস্পতিবার বিকেলে নলহাটি দু’নম্বর ব্লকে ভদ্রপুর ১ নম্বর গ্রামপঞ্চায়েতের ভদ্রপুর বাসস্ট্যান্ডে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তৃণমূলের প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন-বিদায় ঘণ্টা শুনতে পাচ্ছে বিজেপি
সেখানে কেন্দ্রের বিজেপি সরকারের বাংলার মানুষের প্রতি বঞ্চনার প্রতিবাদে ও খেটেখাওয়া মানুষের ১০০ দিনের কাজের টাকা-সহ বিভিন্ন প্রকল্পের টাকা বন্ধ করে দেওয়ার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ করে। উপস্থিত ছিলেন আইএনটিটিইউসির বীরভূম জেলার সভাপতি ত্রিদিব ভট্টাচার্য, প্রাক্তন শিক্ষা কর্মাধ্যক্ষ আবু জাহের রানা, যুব সভাপতি নুর হাবিব মোল্লা, অঞ্চল সভাপতি শুভাশিস ভট্টাচার্য, পঞ্চায়েত সমিতির সহসভাপতি, পঞ্চায়েতের প্রধান, সংসদ সদস্য-সহ ব্লকের অন্যান্য নেতা-কর্মীরা।