কু-কথাতেই আছে দিলীপ পাল্টা প্রতিবাদ তৃণমূলের

শুক্রবারের ঘটনার জন্য তিনি একটুও অনুতপ্ত নন। বরং দিলীপ ঘোষ এখনও তাঁর কু-কথার সাফাইয়ে বিস্তর কথা বলে চলেছেন।

Must read

প্রতিবেদন : শুক্রবারের ঘটনার জন্য তিনি একটুও অনুতপ্ত নন। বরং দিলীপ ঘোষ এখনও তাঁর কু-কথার সাফাইয়ে বিস্তর কথা বলে চলেছেন। শনিবারও তিনি বলেন, এবার বাড়ি থেকে বের করে তৃণমূল নেতাদের মারব। শালীনতার সব সীমা পার করে শুক্রবার মহিলাদের বলেছিলেন, গাড়ি চাপা দিয়ে দেব। সেইসঙ্গে গলা টিপে দেওয়ার কথাও বলেন। এছাড়াও বাবা-মা তুলে গালাগাল দেন। শনিবার ফের কু-কথা বলায় পাল্টা তৃণমূল কংগ্রেসও জানিয়ে দেয়, এই নোংরামির জবাব মানুষই দেবেন। তবে তাঁরাও হাতে চুড়ি পরে বসে নেই। বাংলা জুড়ে ছিছিক্কার পড়ে গিয়েছে একজন রাজনীতিবিদের এ-ধরনের নোংরা আচরণ দেখে। শুক্রবারের ঘটনার তীব্র প্রতিবাদে শনিবার খড়গপুরে দিলীপ ঘোষের বাড়ি ঘেরাও করল তৃণমূল কংগ্রেস। দলের কাউন্সিলর দেবাশিস চৌধুরী-সহ তৃণমূল কর্মীরা দিলীপ ঘোষের বাড়ির সামনে বিক্ষোভ ও তীব্র ধিক্কার জানিয়ে দিলীপ ঘোষকে স্পষ্ট বুঝিয়ে দেন এই ধরনের আচরণ খড়্গপুরবাসী মেনে নেবে না। প্রতিবাদ চলছে, চলবে। কোনওরকম গুন্ডামি, হুমকি বরদাস্ত করা হবে না।

আরও পড়ুন-যোগেশের পড়ুয়াদের মেল, সরাসরি সম্প্রচার অক্সফোর্ডের

খড়্গপুরে এসে দিলীপ ঘোষ উসকানিমূলক বক্তব্য দিয়ে এলাকাকে উত্তপ্ত করতে চাইছেন। এই ধরনের মানুষকে পুলিশের ইমিডিয়েট গ্রেফতার করা উচিত। না হলে খড়গপুরের শান্তিপ্রিয় মানুষজনেরা বিভ্রান্তিতে পড়ে যাচ্ছেন। এমনটাই জানান খড়্গপুরের তৃণমূল নেতা দেবাশিস চৌধুরী। এই প্রথম নয়, এর আগেও বহুবার এ-ধরনের কথা বলে রাজনীতিতে বিতর্ক বাড়িয়েছেন এই বিজেপি নেতা।

Latest article