ডুপ্লিকেট এপিক ইস্যু: বিক্ষোভ সাংসদদের, ভোটার-আধার সংযুক্তিকরণের বিরোধিতায় দিল্লিতে প্রতিবাদে তৃণমূল

Must read

ডুপ্লিকেট এপিক (Duplicate Epic) কার্ডের ইস্যুতে প্রতিবাদ অব্যাহত তৃণমূল কংগ্রেসের। শুক্রবার সংসদের বাজেট অধিবেশনের শেষ দিন ছিল। এদিনই দিল্লিতে ফের ডুপ্লিকেট এপিক ইস্যু নিয়ে প্রতিবাদে সোচ্চার হয়েছে তৃণমূল সংসদীয় প্রতিনিধি দল৷ দলের সাংসদরা জাতীয় নির্বাচন কমিশনে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-সহ কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে সাক্ষাত করে তাদের হাতে স্মারকলিপি তুলে দিয়েছেন৷ কীভাবে এবং কতদিনের মধ্যে ডুপ্লিকেট এপিক কার্ড সমস্যার সমাধান করবে নির্বাচন কমিশন, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সামনে প্রশ্ন তোলেন তৃণমূল সাংসদরা৷ সূত্রের দাবি, মুখ্য নির্বাচন কমিশনার তাদের আশ্বাস দেন তিন মাসের মধ্যে সমাধান করা হবে ডুপ্লিকেট এপিক (Duplicate Epic) জনিত সমস্যার৷ এর পাল্টা প্রশ্ন করে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন জানতে চান, কেলেঙ্কারির বহরই যখন জানা নেই নির্বাচন কমিশনে, তখন কীভাবে তারা তিন মাসের মধ্যে এই সমস্যা সমাধানের আশ্বাস দিচ্ছে? সারা দেশে কত লোকের হাতে ডুপ্লিকেট এপিক কার্ড আছে? প্রশ্ন তোলেন ডেরেক-সহ অন্যান্যরা৷ কেন এই মূল সমস্যার সমাধান না করেই আধারের সঙ্গে ভোটারের সংযুক্তির দাবি জানানো হচ্ছে, প্রশ্ন তোলা হয় তৃণমূল সংসদীয় প্রতিনিধিদলের তরফে৷ এই সব প্রশ্নের কোনও উত্তর দিতে পারেনি কমিশন৷ এর পরেই নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে তৃণমূল সাংসদরা দাবি জানান, এপিক কার্ডের সঙ্গে আধারের সংযুক্তিকরণ করে ভুতুড়ে ভোটার সংক্রান্ত মূল সমস্যার কোনও সমাধান হবে না৷ কোনওভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল আধার ও ভোটার সংযুক্তিকরণ মেনে নেবে না, সাফ জানান তাঁরা৷ তাদের এই দাবির মুখেও নীরব ছিলেন মুখ্য নির্বাচন কমিশনার সহ কমিশনের অন্যান্য শীর্ষ প্রতিনিধিরা৷

আরও পড়ুন- সুপ্রিম-রায়ের পরেই বাড়িতে চড়াও পাওনাদাররা! আত্মহত্যার চেষ্টা চাকরিহারা শিক্ষিকার

এখানেই না থেমে নির্বাচন কমিশনের বাইরে বেরিয়ে এসে সংসদ ভবন পর্যন্ত পদযাত্রা করেন তৃণমূল সাংসদরা৷ তাদের হাতে ছিল ভুয়ো এপিক কার্ডের প্রতিলিপি সহ প্ল্যাকার্ড৷ এই পদযাত্রায় সামিল হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন, রাজ্যসভার মুখ্য সচেতক নাদিমূল হক, লোকসভার সাংসদ প্রতিমা মণ্ডল, মহুয়া মৈত্র, সাজদা আহমেদ, কীর্তি আজাদ, আবু তাহের খান, প্রমুখ৷ এপিক দুর্নীতি চলবে না, এই দাবিতে তৃণমূল লড়ছে, মমতা বন্দ্যোপাধ্যায় লড়ছেন, ভোটার লিস্ট ত্রুটিমুক্ত করতে হবে, স্লোগান তুলে দিল্লির রাস্তায় পদযাত্রা করা তৃণমূল সাংদদের দেখে যথেষ্ট ভিড় জমে যায়৷ এর পরে সংসদ ভবন পরিসরেও একই দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন তাঁরা৷ সেখানে তৃণমূলের সাংসদদের স্লোগান ছিল, বিজেপির দুর্নীতি বন্ধ করতে হবে৷

এই বিক্ষোভের পাশাপাশি সংসদ ভবন সংলগ্ন বিজয় চকে দাঁড়িয়ে সাংবাদিক সম্মেলন করেন তৃণমূলের সংসদীয় প্রতিনিধি দল৷ সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, বর্ষীয়ান সাংসদ-অধ্যাপক সৌগত রায়, রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে, সামিরুল ইসলাম, প্রকাশ চিক বরাইক, অসিত মাল, মৌসম নূর সহ অন্যান্যরা৷ এই সাংবাদিক সম্মেলনে সৌগত রায় বলেন, কিছুতেই আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড যুক্ত করা যাবে না৷ এমন কোনও চেষ্টা হলে আমরা তার বিরোধিতা করবো৷ এই ভাবে নির্বাচনী পদ্ধতিকে ত্রুটিমুক্ত করা যাবে না৷ আমাদের দাবি হল ত্রুটি মুক্ত ভোটার লিস্ট তৈরি করতে হবে কমিশনকে৷

Latest article