বাবলা- কাণ্ডের পর এবার গুলিবিদ্ধ তৃণমূল অঞ্চল সভাপতি!

Must read

বাবলা খুনের রেশ কাটতে না কাটতেই মালদহে ফের শুট আউট। এবার গুলিবিদ্ধ হলেন তৃণমূলের অঞ্চল সভাপতি গোকুল শেখ। মঙ্গলবার মালদহের (TMC- Maldah) কালিয়াচকে রাস্তা উদ্বোধন অনুষ্ঠানে তৃণমূলে নেতাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ তৃণমূল অঞ্চল সভাপতি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। গুলিবিদ্ধ নেতাকে নিয়ে সঙ্গে সঙ্গেই হাসপাতালে নিয়ে যান কর্মীরা। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। বাবলা কাণ্ডের পর গোকুল শেখকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনার নেপথ্যে কী কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন- পিছিয়ে গেল UGC NET-এর ১৫ জানুয়ারির পরীক্ষা!

এদিন কালিয়াচকে রাস্তার শিলান্যাস অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানেই কালিয়াচকের তৃণমূল (TMC- Maldah) নেতাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। তৃণমূলের অঞ্চল সভাপতি গোকুল শেখ ছাড়াও জখম হয়েছেন আরও এক কর্মী । তাঁকেও নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। এই ঘটনায় বিজেপির দিকে আঙুল তুলেছে তৃণমূল। বিজেপির পাল্টা অভিযোগ, তৃণমূলেরই গোষ্ঠী কোন্দলেই এই গুলি। কিন্তু কেন হামলা? গোষ্ঠীকোন্দল নাকি অন্য কিছু? তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।

Latest article