ব্যুরো রিপোর্ট : মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে ভাষা আন্দোলনের মঞ্চ সেনা নামিয়ে খুলে দেওয়া, বিজেপির নোংরা রাজনীতির প্রতিবাদে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গর্জে উঠেছে তৃণমূল। মঙ্গলবার কলকাতা-সহ রাজ্যের প্রতিটি জেলায় ব্লকে ব্লকে হল অবস্থান, মিছিল। হাওড়া জেলা (সদর) তৃণমূলের সভাপতি ও বিধায়ক গৌতম চৌধুরির নেতৃত্বে উত্তর হাওড়ার বাঁধাঘাট থেকে বামুনগাছি পর্যন্ত মিছিল হচ্ছে। জগৎবল্লভপুর কেন্দ্র তৃণমূলের উদ্যোগে হয়েছে মিছিল। ডোমজুড় কেন্দ্র তৃণমূলের উদ্যোগেও বিশাল প্রতিবাদ মিছিল হয়েছে।
আরও পড়ুন-বাংলাভাষার লিখিত ইতিহাস ১২০০ বছরের পুরনো, জবাব দেবে বাংলা, ভাষামঞ্চ থেকে চ্যালেঞ্জ
ছিলেন বিধায়ক কল্যাণ ঘোষ, ডোমজুড় কেন্দ্র যুব তৃণমূলের সভাপতি নুরাজ মোল্লা-সহ আরও অনেকে। বালি কেন্দ্র তৃণমূল ও যুব তৃণমূলের উদ্যোগে বেলুড় বাজার থেকে বাদামতলা পেট্রোল পাম্প পর্যন্ত মিছিল হয়। ছিলেন হাওড়া সদর যুব তৃণমূলের সভাপতি কৈলাস মিশ্র, বালি কেন্দ্র তৃণমূলের সভাপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বালি কেন্দ্র যুব তৃণমূলের সভাপতি সুরজিৎ চক্রবর্তী-সহ আরও অনেকে। একইভাবে বাঁকুড়ায় সেই কর্মসূচির অংশ হিসেবেই জয়পুর ব্লক তৃণমূলের পক্ষ থেকে এই মিছিলের আয়োজন করা হয়। প্রতিবাদ-মিছিলটি জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে শুরু হয়ে গোটা জয়পুর পরিক্রমা করে জয়পুর কিষাণ মান্ডিতে শেষ হয়। হাজার হাজার কর্মী-সমর্থকের অংশগ্রহণে কার্যত জনসমুদ্রে পরিণত হয় এই মিছিল। পশ্চিম মেদিনীপুরের সবং ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে তেমামাথানি বাজার থেকে কলেজ স্ট্যান্ড পর্যন্ত ধিক্কার ও প্রতিবাদ মিছিল করে মঙ্গলবার বিকেলে। ছিলেন সবং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ আবু কালাম বক্স-সহ ব্লক ও জেলা নেতৃত্বরা। একইভাবে উত্তরের পাহাড় থেকে সমতলও গর্জে ওঠে প্রতিবাদে।