প্রতিবাদে তৃণমূলের মৌন মিছিল, আসানসোল-কাণ্ড

রবিবার বিকেলে উখড়াতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ঘটনার প্রতিবাদ ও মৃতদের আত্মার শান্তি কামনায় মোমবাতি হাতে মৌনমিছিল করা হয়

Must read

সংবাদদাতা, দুর্গাপুর : আসানসোল রেলপাড়ে বিজেপির কম্বলদান অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় তিনজনের, গত বুধবার। আহত হন অনেকে। বিজেপি নেতাদের কাণ্ডজ্ঞানহীনতা ও বেপরোয়া মনোভাবের কারণে মর্মান্তিক এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। দলের পক্ষ থেকে রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচির ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন-বিশ্ববিদ্যালয়ের ৫০ মিটারের মধ্যে ধরনা নয়, রায় হাইকোর্টে

সেইমতো রবিবার বিকেলে উখড়াতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ঘটনার প্রতিবাদ ও মৃতদের আত্মার শান্তি কামনায় মোমবাতি হাতে মৌনমিছিল করা হয়। মিছিলটি শুরু হয় উখড়া স্কুল মোড়ে নেতাজিমূর্তি থেকে। মিছিলটি শেষ হয় পুরাতন হাটতলায়। এদিনের কর্মসূচিতে ছিলেন দলের স্থানীয় নেতা ও কর্মী-সমর্থকরা। তৃণমূলের অভিযোগ, বিজেপি সভা করেছিল পুলিশের অনুমতি ছাড়াই। বিরোধী দলনেতার উপস্থিতিতে সেদিন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। শুধু তাই নয়, দুর্ঘটনার পরই উদ্ধারকাজে হাত না লাগিয়ে ঘটনার সময় বিজেপির নেতারা এলাকা ছেড়ে পালিয়েছিলেন। নিহত ও আহতদের পরিবারের পাশে সবরকম মানবিক সহায়তা নিয়ে দাঁড়ানোর অঙ্গীকার করা হয় দলের পক্ষ থেকে।

Latest article