সংবাদদাতা, পুরুলিয়া : জঙ্গিহানায় নিহতের অন্ত্যেষ্টিতে বদলার দাবি উঠল ঝালদায়। অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি সৌমেন বেলথরিয়া, বিধায়ক সুশান্ত মাহাতো, সভাধিপতি নিবেদিতা মাহাতো, জেলা আইএনটিটিইউসি সভাপতি উজ্জ্বল কুমার, পুরুলিয়া ও ঝালদা পুরসভার চেয়ারম্যান যথাক্রমে নবেন্দু মাহালি ও সুরেশ আগরওয়াল। ছিলেন অসংখ্য মানুষ। বৃহস্পতিবার দুপুরে বনধে স্তব্ধ ঝালদায় কাশ্মীরে জঙ্গিহানায় নিহত মণীশরঞ্জন মিশ্রের কফিনবন্দি দেহ যখন পৌঁছল, আক্ষরিক অর্থেই তখন মৃতের বাড়ির কাছে জনসমুদ্র। এদিনই ঝালদা শ্মশানে তাঁর শেষকৃত্যসম্পন্ন হয়। আগাগোড়া উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা ও স্থানীয় নেতা-কর্মীরা।
আরও পড়ুন-ভারতীয় সেনাকে তুলে নিয়ে গেল পাক জওয়ান
শোকযাত্রা শুরু হওয়ার আগে নিহতের ভাই বিনীত বলেন, আশ্বাস নয়, রাজনীতি নয়। বদলা চাই। বদলার দাবি উঠেছে গোটা ঝালদা জুড়ে। জঙ্গিদের কাপুরুষোচিত বর্বরতার বিরুদ্ধে এদিন স্বতঃস্ফূর্ত বনধ পালিত হয় ঝালদায়। বিধায়ক সুশান্ত বলেন, মিথ্যা ভাষণ নয়। ছাপ্পান্ন ইঞ্চিকে এবার কাজে দেখাতে হবে। কেন্দ্রের ব্যর্থতায় বারবার উপত্যকা রক্তাক্ত হচ্ছে। এই দায় মেনে নিতে হবে বিজেপিকে। সৌমেন বলেন, এই আবেগ, ঐক্য বুঝিয়ে দেয় বাঙালি সন্ত্রাসবাদকে ঘৃণা করে। আমরা পরিবারের পাশে আছি। মুখ্যমন্ত্রী নিজে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে রয়েছেন।