বঙ্গ

মৃতদের পরিবারের পাশে তৃণমূল

প্রতিবেদন: যত সময় গড়াচ্ছে, এসআইআর-আতঙ্কে রাজ্যে মৃতের সংখ্যা বাড়ছে। বাদ যাচ্ছে না আত্মহননের চেষ্টাও। নির্বাচন কমিশনকে সামনে রেখে বাংলার মানুষকে এভাবেই বিপদের মুখে ফেলেছে বিজেপি সরকার। এর বিরুদ্ধে লড়াই ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশে এসআইআর-আতঙ্কে মৃতদের পরিবারের পাশে দাঁড়িয়েছে তৃণমূল। রবিবার দুপুরে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এসআইআর-আতঙ্কে মৃত বহরমপুরের বাসিন্দা তারক সাহার বাড়ি যান। মৃতের বাড়ি বহরমপুর পুরসভার ২১ নং ওয়ার্ডে। সেখানে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন চন্দ্রিমা। তাঁদের সান্ত্বনা এবং আশ্বাস দেন। বলেন, রাজ্য সরকার এই দুঃসময় তাঁদের পাশে আছে এবং প্রয়োজনীয় সবরকম সাহায্য করবে। তাঁর সঙ্গে ছিলেন বহরমপুর পুরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখোপাধ্যায়, বিধায়ক অপূর্ব সরকার-সহ নেতা-কর্মীরা।

আরও পড়ুন-ভোটার তালিকায় ২৯১ জনকে চক্রান্ত করে বাদ দিয়েছে : মন্ত্রী

একই সঙ্গে এদিন এসআইআর-আতঙ্কে মৃত সাঁইথিয়ার বিমান প্রামাণিকের পরিবারের পাশে দাঁড়ালেন তৃণমূল নেতৃত্ব, জনপ্রতিনিধি ও কর্মীরা। রবিবার মৃতের বাড়িতে যান মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী-সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। মৃতের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তাঁরা। স্নেহাশিস চক্রবর্তী বলেন, বিজেপির তৈরি করা চক্রান্তের ফলে নিরীহ মানুষগুলো মারা যাচ্ছে, তার জন্য বিজেপির ন্যূনতম লজ্জাবোধ নেই।
তৃণমূল কংগ্রেস বাংলার প্রতিটি মানুষের পাশে আছে, ভয় পাবেন না।

আরও পড়ুন-রবীন্দ্রনাথ-বঙ্কিমচন্দ্রেও বিভাজন খুঁজছে বিজেপি, মানব না বাংলা ও বাঙালির অপমান

পূর্ব বর্ধমানের জামালপুরে এসআইআর-আতঙ্কে মৃত বিমল সাঁতরার বাড়িতে যান তৃণমূল বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, সাংসদ সামিরুল ইসলাম, বিধায়ক অলোক মাঝি, ব্লক সভাপতি মেহমুদ খান-সহ স্থানীয় নেতৃত্ব। জামালপুর নবগ্রামের ওড়িশাপাড়ার বাসিন্দা বিমল সাঁতরা পরিযায়ী শ্রমিক হিসেবে তামিলনাড়ুতে কাজে গিয়েছিলেন। গত ৩১ অক্টোবর বিষ খেয়ে তামিলনাড়ুতে আত্মহত্যা করেন বিমল সাঁতরা। রবিবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তিন লক্ষ টাকার চেক তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয় এবং পাশে থাকার বার্তাও দেন তাঁরা।

এসআইআর-আতঙ্কে আত্মহননের পথ বেছে নেওয়া ভাঙড়ের সফিকুল ইসলামের পরিবারের সদস্যদের সঙ্গে রবিবার দেখা করলেন তৃণমূল নেতৃত্ব। ছিলেন বিধায়ক শওকত মোল্লা, কাউন্সিলর অরূপ চক্রবর্তী-সহ আরও অনেকে। তাঁরা ওই পরিবারের পাশে থাকার আশ্বাস ও ভরসা দেন।

Jago Bangla

Recent Posts

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

2 minutes ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

10 minutes ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

16 minutes ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

25 minutes ago

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

1 hour ago

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

1 hour ago