সংবাদদাতা, রায়গঞ্জ : মঙ্গলবার রাতে ভায়বহ দুর্ঘটনা ঘটে করণদিঘির টুঙ্গিদিঘিতে। লরির নিচে চাপা পড়ে যান অনেকে। মৃত্যু হয়েছে ৬ জনের। আশঙ্কাজনক অবস্থায় ৭ জন হাসপাতালে ভর্তি। দুর্ঘটনার দিন রাতেই ঘটনাস্থলে পৌছন তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা। এবার দুই মৃত মহবুল হক ও প্রদীপ সিংহের বাড়িতে গেলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল।
আরও পড়ুন-গদ্দার অধিকারীরা যাই-ই বলুক, এগিয়ে বাংলা
বৃহস্পতিবার পশ্চিম মোহন পুর যান তিনি। পরিবারের সাথে দেখা করে সবরকম সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাস দেন সভাধিপতি। তার পরে প্রদীপ সিংহের বাড়িতে গিয়ে প্রদীপের স্ত্রী ও তার মা মানতি সিংহের সাথে কথা বলেন। প্রদীপের স্ত্রী মানসীকে গ্রুপ ডি পদে চাকরি দেওয়ার আশ্বাস দেন। ঘটনায় শোক প্রকাশ করেছেন সভাধিপতি পম্পা পাল। তিনি পরিবারগুলির পাশে থাকার আশ্বাস দিয়েছেন।