কান্দিতে SIR-আতঙ্কে আত্মঘাতীর পরিবারের পাশে আছে তৃণমূল

SIR–এর আতঙ্কে প্রায় এক সপ্তাহ আগে আত্মঘাতী হন কান্দি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাগডাঙা এলাকার বাসিন্দা মোহন শেখ।

Must read

সংবাদদাতা, জঙ্গিপুর : SIR–এর আতঙ্কে প্রায় এক সপ্তাহ আগে আত্মঘাতী হন কান্দি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাগডাঙা এলাকার বাসিন্দা মোহন শেখ। ঘটনার পর এলাকায় নেমে আসে শোকের ছায়া। গভীর সংকটে পড়ে মৃতের পরিবার। পরিবার সূত্রে জানা যায়, ২০০২ সালের ভোটার তালিকায় নিজের নাম খুঁজে না পেয়ে চরম মানসিক চাপে ভুগছিলেন মোহন। তাঁর মনে জন্ম নেয় দেশ ছাড়তে হবে এই আতঙ্ক। সেই ভয়ই শেষ পর্যন্ত তাঁকে আত্মহননের দিকে ঠেলে দেয়। কদিন আগে পাড়ার মাঠে কীটনাশক খেয়ে আত্মঘাতী হন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই পথে মৃত্যু হয় তাঁর।

আরও পড়ুন-মৃতের পরিবারের পাশে ছেলের কাজের ব্যবস্থা

সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন, SIR- আতঙ্কে রাজ্যের যেসব মানুষ প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের পাশে দাঁড়াবে দল। সেই উদ্যোগের অংশ হিসেবেই শুক্রবার কান্দির বাগডাঙায় মোহন শেখের বাড়ি পৌঁছন তৃণমূলে আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গঠিত প্রতিনিধিদল নিয়ে। পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় সহায়তা তুলে দেন দেবাংশু ভট্টাচার্য। সঙ্গে ছিলেন কান্দির বিধায়ক ও বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকার। দুজনেই মোহন শেখের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। পরে সাংবাদিকদের দেবাংশু বলেন, এই মৃত্যু অত্যন্ত দুঃখজনক। ভুল তথ্য ও অযথা আতঙ্কের জেরে একজন মানুষের এভাবে প্রাণ যেতে পারে না। এই মৃত্যুর জন্য কেন্দ্রীয় সরকার ও তাদের কমিশন সম্পূর্ণত দায়ী।আমরা মৃতের পরিবারের পাশে আছি, থাকব। জেলা সভাপতি অপূর্ব সরকার বলেন, মানুষকে নিরাপদ ও সচেতন রাখতে দল প্রতিটি ক্ষেত্রে নজরদারি করছে। এই পরিবারকে দলের তরফে সবরকম সহায়তা করা হবে।

Latest article