বিজেপির রেল অবরোধের চেষ্টা রুখে দিল তৃণমূল

বিজেপি সমর্থকদের রেল অবরোধের চেষ্টা রুখে দিল তৃণমূল সমর্থকেরা। অবরোধ সরিয়ে কিছুক্ষণের মধ্যে চালু হল ট্রেন পরিযেবা।

Must read

সংবাদদাতা, বারাসত : বিজেপি সমর্থকদের রেল অবরোধের চেষ্টা রুখে দিল তৃণমূল সমর্থকেরা। অবরোধ সরিয়ে কিছুক্ষণের মধ্যে চালু হল ট্রেন পরিযেবা। ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার বারাসত স্টেশন। অপরদিকে অনুরূপ চিত্র ধরা পড়ে শিয়ালদহ শাখায়ও। তবে সেখানে অবরোধ নয় বরং সিগন্যাল বন্ধ করে রেল পরিষেবা ব্যাহত করার চেষ্টা করা হয়। খবর পাওয়া মাত্রই সেখানে পৌঁছান তৃণমূলের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ-সহ কয়েকজন কাউন্সিলর। রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত সমস্যার সমাধান করেন।

আরও পড়ুন-কৃষিমন্ত্রীর সঙ্গে বিজ্ঞানীদের বৈঠকে সিদ্ধান্ত উন্নতমানের আলু উৎপাদনে নয়া প্রযুক্তি

এরপরেই ফের স্বাভাবিক হয় পরিষেবা। বিজেপির জনবিরোধী বন্‌ধ প্রতিহত করে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ায় খুশি নিত্যযাত্রীরা। বিজেপির অবরোধের জেরে বারাসত স্টেশনে আটকে পড়েন কলকাতামুখী কিছু টিএমসিপি সমর্থক। ট্রেন চালু হলে তাঁরাও ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেন। গোটা ঘটনায় নেতৃত্ব দেন বারাসত পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবব্রত পাল। সাতসকালে খবর আসে, বন্‌ধের নামে বিজেপির লোকজন জোর করে বারাসত স্টেশনে ট্রেন আটকাচ্ছে। আটকানো হয় তৃণমূল ছাত্র পরিষদের কর্মীদেরও। দেবব্রত পালের নেতৃত্বে তৃণমূল কর্মীরা অবরোধকারীদের হাটিয়ে দেন। শুরু হয় ট্রেন চলাচল। দীর্ঘক্ষণ ট্রেন চলাচল বন্ধ রাখায় চরম দুর্ভোগে পড়তে হয় নিত্যযাত্রীদের। দেবব্রত পাল বলেন, আমরা কাউকে আটকাতে চাই না। যারা বন্‌ধে সাড়া দিয়েছেন তাঁরা বাড়িতেই আছেন। কিন্তু যাঁরা বন্‌ধ উপেক্ষা করে রাস্তায় নেমেছেন তাঁদের আটকানোর অধিকার বিজেপির নেই। তাই মানুষের স্বার্থে আমরা ট্রেন পরিষেবা স্বাভাবিক করতে সাহায্য করেছি।

Latest article