প্রতিবেদন: এই হল বিজেপির আসল রূপ। যে বীর সেনারা পাক-সন্ত্রাসের মুখের উপর জবাব দিতে চরম প্রত্যাঘাত করেছে, সেই সেনাদেরই অপমান করে চলেছেন বিজেপি নেতারা। উধমপুর পূর্বের বিজেপি বিধায়ক রণবীর পাঠানিয়া বায়ুসেনার অফিসারদের অযোগ্য বলে মন্তব্য করেছেন। অভিযানের সময় তাঁরা ঘুমিয়ে পড়েছিলেন বলে অভিযোগ করেছেন গেরুয়া বিধায়ক। এর তীব্র নিন্দা করে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এক্স-হ্যান্ডেলে তুলে ধরেছে, একের পর এক ঘটনায় কীভাবে বিজেপি নেতারা অসম্মান করছেন ভারতীয় সেনাবাহিনীকে। বিজেপি নেতৃত্বের এই নির্লজ্জ আচরণের বিরুদ্ধে রীতিমতো সরব হয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন-এতদিন পরে শাহ কেন ক্ষতিগ্রস্ত পুঞ্চে? বিজেপির নাটকের তীব্র সমালোচনা ডেরেকের
তীব্র ভাষায় আক্রমণ করে শুক্রবার বিজেপিকে একহাত নিয়েছেন ঋতব্রত। তাঁর কথায়, উধমপুর পূর্বের বিজেপি বিধায়ক বায়ুসেনা জওয়ানদের অকর্মণ্য বলেছেন। উধমপুর এয়ারবেসে জওয়ানরা নাকি গোটা অপারেশনের সময় ঘুমোচ্ছিলেন। এটা কী ধরনের মন্তব্য বিজেপি নেতার! সর্বভারতীয় তৃণমূলের পক্ষ থেকে আরও দু’টি ঘটনায় বেআব্রু করে দেওয়া হয়েছে বিজেপিকে। মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রী কুনওয়ার বিজয় শাহ বীর সেনানি কর্নেল সোফিয়া কুরেশিকে সন্ত্রাসবাদীদের বোন বলে কুৎসা করেছেন। এখানেই শেষ নয়, বিজেপি নেতা জগদীশ দেবদা বলেছেন, সেনাবাহিনী নরেন্দ্র মোদির পায়ে মাথানত করে। অদ্ভুত ব্যাপার! একদিকে প্রধানমন্ত্রী তাঁদের সাহসিকতাকে ব্যবহার করে আত্মপ্রচার করছেন, অন্যদিকে তাঁর দলই বিন্দুমাত্র দ্বিধা না করে তাঁদের আত্মসম্মানকে পদদলিত করছেন। এদিকে নৌসেনার তথ্য পাকিস্তানে পাচারের অভিযোগে মহারাষ্ট্রে গ্রেফতার করা হয়েছে রবি বর্মা নামে এক ইঞ্জিনিয়ারকে।
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…
সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…
ব্যুরো রিপোর্ট: শুনানির নামে হয়রানির প্রতিবাদে রাজ্যজুড়ে গর্জে উঠেছে তৃণমূল (ECI_TMC)। সোমবার মালদহ, কোচবিহার, রায়গঞ্জে…