বাগদেবীর বন্দনায় পৌরহিত্য তৃণমূলের ছাত্রনেত্রী সৃজিতার

আরও একবার প্রজ্জ্বলিত হল নারীশক্তি।

Must read

প্রতিবেদন : আরও একবার প্রজ্জ্বলিত হল নারীশক্তি। নারী শক্তির বন্দনায় পৌরহিত্যে এক নারী। সৃজিতা ভট্টাচার্য। জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিক্যাল কলেজে অ্যালায়েড হেলথ সায়েন্সের প্রথমবর্ষের ছাত্রী। আবার তৃণমূল ছাত্রপরিষদের জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ অ্যালায়েড অ্যান্ড হেলথকেয়ার ইউনিটের সদস্যও। বৈদিক মন্ত্রোচ্চারণে মাতৃশক্তির আরাধনা করলেন তিনি। পুষ্পাঞ্জলির মন্ত্র উচ্চারিত হল তাঁর কন্ঠে।

আরও পড়ুন-বাণিজ্য সম্মেলনকে সামনে রেখে আজ মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী

জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে সরস্বতী পুজোর আয়োজন করেছিলেন ইউনিয়নের সদস্যরাই। কোনও ব্রাহ্মণ নন, পূজারির আসনে বসলেন মেডিক্যাল কলেজেরই ছাত্রী সৃজিতা ভট্টাচার্য। এর আগে বহু মণ্ডপেই দেখা গিয়েছে মহিলা পুরোহিতকে। তারা দুর্গাপুজোও করেছেন। পুরুষতান্ত্রিক সমাজে নারীদেরও যে সমান অধিকার, তার উপযোগী ভাবনায় পৌরহিত্যে এসেছেন মহিলারা। এবার নারী শক্তিকে প্রজ্জ্বলিত করার সেই প্রয়াসকে অক্ষুন্ন রেখে কলেজ ক্যাম্পাসে পুরোহিতের আসন অলংকৃত করলেন ছাত্রী সৃজিতা।

Latest article