প্রতিবেদন : অমানবিক কেন্দ্রীয় সরকার! সাধারণ মানুষের দৈনন্দিন ব্যবহারের প্রায় ৯০০টি জীবনদায়ী ওষুধের দাম ব্যাপকহারে বাড়িয়ে দিয়েছে কেন্দ্রের অপদার্থ বিজেপি (BJP) সরকার। সাধারণ জ্বর, সর্দিকাশি থেকে শুরু করে বাড়ানো হয়েছে ক্যানসার-এইডসের ওষুধের দামও। এমনিতেই দেশে স্বাস্থ্য পরিষেবার নামে বেসরকারি হাসপাতালের দাদাগিরি চলছে। তার উপর এবার নিত্যপ্রয়োজনীয় ওষুধ কিনতেও নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। ওষুধের এই আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি নিয়ে ইতিমধ্যেই তীব্র প্রতিবাদে ফেটে পড়েছে তৃণমূল কংগ্রেস।
আরও পড়ুন-সমবায়ে বিনা লড়াইয়ে তৃণমূলের জয়জয়কার
শুক্রবার থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রতিটি জেলা, ব্লক, পঞ্চায়েত স্তরে প্রতিবাদ-বিক্ষোভে শামিল হয়েছেন দলীয় নেতা-কর্মীরা। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে মিছিল-সমাবেশে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষও। শনিবারও রাজ্যের বিভিন্ন এলাকায় তৃণমূল নেতৃত্বের প্রতিবাদ অব্যাহত। কলকাতা শহরেও বিভিন্ন ওয়ার্ড এলাকায় স্থানীয় নেতৃত্বের তত্ত্বাবধানে চলছে জোর প্রতিবাদ। তৃণমূলের স্পষ্ট বক্তব্য, জীবনদায়ী ওষুধের দাম এইভাবে বাড়িয়ে কেন্দ্রীয় সরকার প্রমাণ করেছে, তারা সাধারণ মানুষের কথা ভাবে না। বিজেপি সরকারের কাছে অত্যাবশ্যকীয় ওষুধের উপর এই বর্ধিত মূল্য অবিলম্বে প্রত্যাহারের দাবি তুলেছে তৃণমূল।