দেশের সম্মান লুটিয়ে দিচ্ছে এসএফআইকে নিশানা তৃণমূলের

বাংলা জুড়ে আগুন লাগানোর হুঙ্কার! এসএফআইয়ের এই তর্জন-গর্জনের পাল্টা দু’কান কাটা বলে আক্রমণ শানিয়েছে তৃণমূল।

Must read

প্রতিবেদন : অক্সফোর্ডে দেশের সম্মান ধুলোয় মিশিয়েছে এসএফআই। সিপিএমের ছাত্র সংগঠনের এরপরও লজ্জা নেই। মুখে বীরত্বের বুলি আওড়াচ্ছে। বাংলা জুড়ে আগুন লাগানোর হুঙ্কার! এসএফআইয়ের এই তর্জন-গর্জনের পাল্টা দু’কান কাটা বলে আক্রমণ শানিয়েছে তৃণমূল।

আরও পড়ুন-এবার জেলা ভিত্তিক কমিটি পিএইচএ’র ঘোষণা সংগঠনের কার্যনির্বাহী সমিতির সভায়

এসএফআইয়ের প্রাক্তন রা‌জ‌্য সম্পাদক সৃজন ভট্টাচার্য শনিবার হুঁশিয়ারি দেন, যদি পশ্চিমবঙ্গে একজন এসএফআই কর্মীর গায়ে হাত ওঠে তাহলে বাংলাজুড়ে আগুন জ্বলবে। তারা যদি গুড়-বাতাসা নিয়ে অপেক্ষা করে তাহলে আমাদের কর্মীরাও রাজ‌্যজুড়ে চমচম-ল‌্যাংচা-মাখা সন্দেশ নিয়ে দঁড়িয়ে আছে কোলাকুলি করার জন্য। অক্সফোর্ডে অসভ‌্যতার পর এসএফআই নেতার এই হুঙ্কারের পাল্টা তৃণমূল কংগ্রেসের রাজ‌্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, হাতি চলে বাজার, কুত্তা ফোকে হাজার। বাংলার মানুষ আগেই ওদের (সিপিএমকে) জবাব দিয়েছে। ওরা ফেসবুকে শুধু রয়েছে। মানুষের থেকে বিচ্ছিন্ন। শূন্য থেকে মহাশূন্যের পথে চলে গিয়েছে। ছ’পিস অসভ‌্যতা করতে গিয়েছিল, ঘাড় ধাক্কা দিয়ে তাদের বের করে দিয়েছে। তৃণমূলের আইটি সেলের চেয়ারম‌্যান দেবাংশু ভট্টাচার্য বলেন, এসএফআই কি বুঝতে পারছে না, তাদের কাণ্ডকারখানায় বাংলার মানুষ ক্ষুব্ধ। পাপের পরিণতি জেনেও পাপ করে চলেছে। অবাক হয়ে যাচ্ছি সিপিএমের বীরত্ব প্রকাশ দেখে। দেশের সন্মান লুটিয়ে এখন চোরের মায়ের বড় গলা।

Latest article