তৃণমূল সাংসদদের তোপে জাতীয় মহিলা কমিশন

জাতীয় মহিলা কমিশনের নির্লজ্জ মিথ্যাচারের এর মুখোশ খুলে দিল তৃণমুল কংগ্রেস। সরব হলেন রাজ্যসভার দুই মহিলা সাংসদ সাগরিকা ঘোষ ও দোলা সেন।

Must read

প্রতিবেদন: জাতীয় মহিলা কমিশনের নির্লজ্জ মিথ্যাচারের এর মুখোশ খুলে দিল তৃণমুল কংগ্রেস। সরব হলেন রাজ্যসভার দুই মহিলা সাংসদ সাগরিকা ঘোষ ও দোলা সেন। শ্বেতপত্র প্রকাশ করে আবারও রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য মরিয়া হয়ে উঠল জাতীয় মহিলা কমিশন। তার জলন্ত নিদর্শন মুর্শিদাবাদ। সন্দেশখালির ধর্ষিতাদের জোর করে সাদা কাগজে সই করিয়ে নেওয়ার ন্যক্কারজনক মানসিকতা থেকে শিক্ষা নেওয়া দূরঅস্ত, উলটে মুর্শিদাবাদে হিংসার ছবি ও সাধারণ মানুষের দুরাবস্থা খতিয়ে দেখার নাম করে বাংলায় এসে বিজেপির ষড়যন্ত্রের অংশ হিসেবে রাজনৈতিক পদক্ষেপ ও মিথ্যাচার করছে জাতীয় মহিলা কমিশন। সোমবার এই অভিযোগ করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে।

আরও পড়ুন-বিজেপির বিহারে বিয়েবাড়িতে গুলি, হত ২, গুরুতর জখম ৫

গত বছরের লোকসভা নির্বাচনের আগে সন্দেশখালিতে বিজেপির মদতে রাজনৈতিক হিংসার সময়ে এলাকা সফর করার নামে স্থানীয় মহিলাদের সাদা কাগজে সই করতে বাধ্য করেন কমিশনের প্রতিনিধিরা। নিজেদের মিথ্যাচারকে সত্যি বলে প্রমাণ করতে ধর্ষণের অভিযোগ তুলে চিৎকার করেছিলেন জাতীয় মহিলা কমিশনের সদস্যরা। এবার একই কায়দায় মুর্শিদাবাদ ও মালদহের স্থানীয় মহিলাদের দিয়ে সাদা কাগজে সই করাচ্ছে জাতীয় মহিলা কমিশন। এর প্রতিবাদে সুর চড়িয়েছেন তৃণমূলের রাজ্যসভার ডেপুটি লিডার সাগরিকা ঘোষ এবং সাংসদ দোলা সেন। সাগরিকার তোপ, জাতীয় মহিলা কমিশনকে নটোরিয়াস কমিশন অফ হোয়াইট পেপার্স বলা ভালো। সন্দেশখালিতে ওরা কীভাবে সাদা কাগজে সই করিয়ে মিথ্যে অভিযোগ করেছে সেই ঘটনা সবাই জানে। এবার মালদা ও মুর্শিদাবাদেও একই কাজ করছে এরা। আমাদের প্রশ্ন, আরও সাদা কাগজ আসছে কি? একই সুরে তোপ দেগেছেন তৃণমূল সাংসদ দোলা সেন। এই সমগ্র বিষয় যথেষ্ট আশঙ্কার বলে দাবি করেন দোলা। তাঁর কথায়, সন্দেশখালির মতো এবারেও জাতীয় মহিলা কমিশনের শ্বেতপত্র প্রকাশের বিষয়ে আমরা আশঙ্কা প্রকাশ করছি।

Latest article