বঙ্গ

পঞ্চায়েত ভোটের আগে সংগঠন মজবুতে জোর তৃণমূলের, শনিবার জঙ্গিপুরে বৈঠক করবেন ফিরহাদ

সংবাদদাতা, জঙ্গিপুর: পঞ্চায়েত নির্বাচনের আগে মুর্শিদাবাদে তৃণমূলের সাংগঠনিক শক্তি খতিয়ে দেখতে ২৯ এপ্রিল দলের জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন মন্ত্রী ফিরহাদ হাকিম। সাগরদিঘি উপনির্বাচনে পরাজয়ের পর দলকে মজবুত করতে একাধিক পদক্ষেপ করেছেন তৃণমূল নেতৃত্ব। সিদ্দিকুল্লাহ চৌধুরী এবং ফিরহাদ হাকিমকে সংখ্যালঘু সম্প্রদায় অধ্যুষিত মুর্শিদাবাদে বিশেষ দায়িত্ব দিয়েছে দল। ইতিমধ্যে ঘোষিত হয়েছে নতুন পূর্ণাঙ্গ জেলা কমিটির পাশাপাশি প্রায় সমস্ত ব্লক এবং অঞ্চলের জন্য নতুন কমিটি।

আরও পড়ুন-যুদ্ধ থামাতে জেলেনস্কিকে মধ্যস্থতার ফোন জিনপিংয়ের

তৃণমূল সূত্রের খবর, দলের জঙ্গিপুর সাংগঠনিক জেলার জন্য ১৩৬ জনের ঘোষিত কমিটিতে ১৯ জন সহ-সভাপতি, ২২ জন সাধারণ সম্পাদক এবং ৩৪ জন সম্পাদক রয়েছেন। কমিটিতে আমন্ত্রিত পদাধিকারী হিসাবেও রয়েছেন কিছু সদস্য। পাশাপাশি আগামী ২৯ তারিখ মঙ্গলজোনে দলের জঙ্গিপুর সংগঠনিক জেলার সব বিধায়ক ও দলের শীর্ষ পদাধিকারদের সঙ্গে বৈঠক করবেন ফিরহাদ হাকিম। জঙ্গিপুর সংগঠনিক জেলা চেয়ারম্যান কানাইচন্দ্র মন্ডল জানান, ‘ফিরহাদ হাকিমের সঙ্গে বৈঠকে দলের নবগঠিত জেলা কমিটি রিভিউ করা হবে। সম্ভবত কিছু পরিবর্তন করে আরও কয়েকজনকে কমিটির অন্তর্ভুক্ত করা হবে।’ ওই দিন ফিরহাদ হাকিমের হাত ধরে বিরোধী রাজনৈতিক দলগুলি থেকে কয়েক হাজার কর্মী-সমর্থক তৃণমূলে যোগ দিতে পারেন বলে খবর।

আরও পড়ুন-ফের এক্তিয়ারের বাইরে রাজ্যপাল

মুর্শিদাবাদের প্রায় সমস্ত ব্লকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে ২৪ এপ্রিলের মধ্যে নতুন ব্লক এবং অঞ্চল কমিটি ঘোষণা হলেও এখনও পর্যন্ত সাগরদিঘি ব্লকে নতুন ব্লক বা অঞ্চল কমিটি ঘোষণা হয়নি। সূত্রের খবর, ফিরহাদ হাকিমের সঙ্গে বৈঠকে সাগরদিঘি নিয়েও বিস্তারিত আলোচনা হবে। সাগরদিঘি ব্লক তৃণমূল সভাপতি দেবাশিস বন্দ্যোপাধ্যায় ব্লক কমিটির যে তালিকা দিয়েছেন তা অনুমোদনের জন্য কলকাতায় পাঠানো হয়েছে। কানাইবাবু বলেন, ‘আশা করছি ২৯ তারিখ ফিরহাদ হাকিমের সঙ্গে বৈঠকের পর সাগরদিঘির জট মিটে যাবে এবং এই মাসের মধ্যেই সেখানে নতুন ব্লক এবং অঞ্চল কমিটি গঠন করা যাবে।’

Jago Bangla

Recent Posts

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

27 seconds ago

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

9 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

34 minutes ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

10 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

10 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

10 hours ago