বঙ্গ

তৃণমূল চায় অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন

প্রতিবেদন : আগামী ১২ নভেম্বর রাজ্যের ৬টি আসনের উপনির্বাচনের আগে কেন্দ্রীয় বাহিনীর মাধ্যমে অরাজকতা তৈরির চেষ্টা করছে বিজেপি৷ শনিবার দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনে দরবার করে লিখিত অভিযোগ জানাল তৃণমূল কংগ্রেসের পাঁচ সদস্যের সংসদীয় প্রতিনিধি দল৷ প্রত্যেকবার ভোটমুখী কেন্দ্রে যখন কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়, তখন সেখানে কেন্দ্রীয় বাহিনীর সহায়ক ভূমিকা পালন করতে দেখা যায় স্থানীয় পুলিশ বাহিনীকে৷ এটাই নির্বাচন কমিশনের রুল৷ এবার রাজ্যের ৬টি আসনের উপনির্বাচনের আগে রাজ্যে যাওয়া কেন্দ্রীয় বাহিনী স্থানীয় পুলিশের সহায়তা নেয়নি৷ শুধু তাই নয়, যেসব এলাকায় শান্তি বজায় রাখার কাজ করার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে সেইসব এলাকায় কেন্দ্রীয় বাহিনী বিজেপির স্থানীয় নেতাদের সঙ্গে বিভিন্ন জায়গায় গেছে৷ ভোটারদের প্রভাবিত করেছে, বিজেপির স্থানীয় নেতাদের সঙ্গে হাত মিলিয়ে৷ এই ঘটনার বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য শনিবার দিল্লিতে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ জানিয়েছে তৃণমূল কংগ্রেসের পাঁচ সদস্যের সংসদীয় প্রতিনিধি দল৷ কেন্দ্রীয় বাহিনীকে নির্বাচন কমিশনের রীতি মেনে চলার জন্য নির্বাচন কমিশনকে অবিলম্বে নির্দেশ দিতে হবে বলেও দাবি জানানো হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে৷ তৃণমূল প্রতিনিধি দলে ছিলেন লোকসভা ও রাজ্যসভার দুই দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ’ও ব্রায়ান৷ সঙ্গে ছিলেন রাজ্যসভার দুই সাংসদ সুস্মিতা দেব ও সাকেত গোখলে ও লোকসভা সাংসদ কীর্তি আজাদ৷

একইসঙ্গে এদিন তৃণমূল কংগ্রেসের তরফে অভিযোগ জানানো হয়েছে বিজেপি রাজ্য সভাপতি, বালুরঘাট কেন্দ্রের সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার সম্পর্কেও৷ নিজে জনপ্রতিনিধি, সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী হওয়া সত্ত্বেও জাতীয় প্রতীক অশোকস্তম্ভের অপমান করছেন সুকান্ত মজুমদার, নির্বাচন কমিশনে লিখিতভাবে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেসের সংসদীয় প্রতিনিধি দল৷ এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী ও নির্বাচন কমিশনের দ্রুত হস্তক্ষেপও দাবি করা হয়েছে৷ সুকান্ত মজুমদার রাজ্য পুলিশের কর্মী, আধিকারিকদের বলেছিলেন, তাদের উর্দিতে থাকা অশোকস্তম্ভ খুলে ফেলে চটি চিহ্ন লাগাতে৷ বিজেপি সাংসদের এই মন্তব্য পুরোপুরি অসাংবিধানিক ও আইন বিরুদ্ধ বলে লিখিত অভিযোগে দাবি করেছে তৃণমূল কংগ্রেস৷ এই প্রসঙ্গে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ জানিয়ে বেরিয়ে আসার পরে তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘একজন কেন্দ্রীয় মন্ত্রী কীভাবে অশোকস্তম্ভকে অপমান করেন? এর জন্য তাঁকে শো-কজ করা হোক৷ প্রধানমন্ত্রী তাঁকে বরখাস্ত করুন৷ এই ক্ষেত্রে সুকান্ত মজুমদারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ ও শাস্তির দাবি জানিয়েছে তৃণমূল কংগ্রেস৷ জাতীয় প্রতীকের অবমাননার জন্য নিঃশর্ত ক্ষমা চাইতে হবে সুকান্ত মজুমদারকে, নির্বাচন কমিশনে দাবি জানিয়েছে তৃণমূল কংগ্রেস৷

আরও পড়ুন: একাধিক কর্মসূচি সোমবার উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

1 hour ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

1 hour ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

2 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

2 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

2 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

2 hours ago