গোয়ায় পঞ্চায়েত ভোটে লড়বে তৃণমূল, জানালেন ডিমেলো

চলতি বছরেই এই ভোটগ্রহণ হবে, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।

Must read

প্রতিবেদন: গোয়ার (Goa) জেলা পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে তৃণমূল কংগ্রেস৷ চলতি বছরেই এই ভোটগ্রহণ হবে, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। বুধবার জানিয়েছেন গোয়ায় তৃণমূল কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক পদাধিকারীরা৷ এই প্রসঙ্গে নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে বুধবার গোয়ায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ত্রোজানো ডিমেলো বলেন, ২০২২ সালের গোয়ার বিধানসভা নির্বাচনে ১০ শতাংশ ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস৷ তারপরেই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, গোয়াতে থাকব, এখানকার মানুষের সার্বিক বিকাশের লক্ষ্যে কাজ করব৷ এই বছরের শেষদিকে জেলা পঞ্চায়েত নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করব আমরা৷ তৃণমূল কংগ্রেস গোয়ায় লম্বা দৌড়ের জন্য এসেছে, স্থায়ীভাবে থাকার জন্য এসেছে৷ ডিমেলোর এই বক্তব্যে সমর্থন জানান গোয়ায় তৃণমূল কংগ্রেসের রাজ্য আহ্বায়ক মারিয়ানো রডরিগস৷

আরও পড়ুন-প্রতিশ্রুতি পূরণে ২৯ হাজার কোটি আসবে কোথা থেকে?

এদিকে দিল্লিতে এই বিষয়ে তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ‘ও ব্রায়েন বলেন, গোয়ার বিজেপি সরকার প্রতিশ্রুতি রাখেনি, বিরোধী দলও দায়িত্ব পালন করেনি। উল্টে কংগ্রেসের নির্বাচিত বিধায়করা মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে শিবির বদলে বিজেপিতে গিয়েছেন। এই অবস্থায় গোয়ার সাধারণ মানুষকে রক্ষা করবে কে?

Latest article