ভোট রক্ষার লড়াই চালিয়ে যাবে তৃণমূল : ফিরহাদ

মঙ্গলবার দক্ষিণ হাওড়া কেন্দ্র তৃণমূল কংগ্রেসের ও মধ্য হাওড়া তৃণমূলের ওয়ার-রুম পরিদর্শনে এসে একথা বলেন পুরমন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

Must read

সংবাদদাতা, হাওড়া: বাংলার মানুষের জন্য ভোট রক্ষার লড়াই চালিয়ে যাবে তৃণমূল। মঙ্গলবার দক্ষিণ হাওড়া কেন্দ্র তৃণমূল কংগ্রেসের ও মধ্য হাওড়া তৃণমূলের ওয়ার-রুম পরিদর্শনে এসে একথা বলেন পুরমন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।
ফিরহাদ জানান, তৃণমূলই একমাত্র মানুষের ভোটাধিকার রক্ষার লড়াই করছে। এসআইআরের নামে বাংলার মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া চলবে না। এদিন, ওয়ার রুম পরিদর্শনের সময় তাঁর সঙ্গে ছিলেন হাওড়া সদর তৃণমূলের সভাপতি ও বিধায়ক গৌতম চৌধুরী, স্থানীয় বিধায়ক নন্দিতা চৌধুরী, দক্ষিণ হাওড়া কেন্দ্র তৃণমূলের সভাপতি সৈকত চৌধুরী প্রমুখ। মধ্য হাওড়াতে পরিদর্শনে তাঁর সঙ্গে ছিলেন মন্ত্রী অরূপ রায়।

আরও পড়ুন-যাদবপুরে অস্থায়ী রেজিস্ট্রার হলেন সেলিম বক্স মণ্ডল

ফিরহাদ বলেন, তৃণমূলকে সরাতে সিপিএম বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। সিপিএমের ভোট বিজেপিতে পড়ছে। কিন্তু বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভরসা করেন। তাই আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভোট রক্ষার লড়াই চালিয়ে যাচ্ছি। বিজেপি ২০২১-এ হেরেছে। ২০২৬-এ ও বাংলার মানুষ ওদের প্রত্যাখ্যান করবেন। তাই এখন থেকে ওরা নানা বাহানা করছে। নইলে দিল্লির বসরা ওদের টিকি টেনে ধরবে। পরিদর্শনে এসে ফিরহাদ এসআইআর নিয়ে পুঙ্খানুপুঙ্খ খোঁজ নেন।

Latest article