সংবাদদাতা, বালুরঘাট : বিরোধীদের সব চক্রান্তই ব্যর্থ হবে। ২০২৬-এর বিধানসভায় ভোটবাক্স দেখিয়ে দেবে রাজ্যবাসী মুখ্যমন্ত্রীর পাশে। দক্ষিণ দিনাজপুরের ৬টি আসনই পাবে তৃণমূল। শনিবার বুনিয়াদপুরে জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের কর্মিসভায় এমনই বার্তা দিলেন রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন, এবারের বিধানসভা নির্বাচনে দক্ষিণ দিনাজপুর জেলার ছ’টা বিধানসভায় ছ’টাই পাবে তৃণমূল কংগ্রেস। বিরোধীদের নাম না করেই তিনি বলেন, যাঁরা ভাবছেন উত্তরবঙ্গে কী না করে দেবেন! তাঁদের ভাবনা ভুল। উত্তরবঙ্গের দুর্যোগ হয়ে গেল কাউকে দেখা গেল না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাতের পর রাত জেগে সেখানে ত্রাণ বিলি করলেন। চন্দ্রিমা ভট্টাচার্য এদিন রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন।
আরও পড়ুন-বন্যাত্রাণে সাংসদ তহবিল নিয়ে পক্ষপাতের অভিযোগ তুললেন সুখেন্দু শেখর রায়
দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী স্নেহলতা হেমব্রম বলেন, আগামী ২৬-এর লড়াই খুব কঠিন লড়াই। সকলকে সংঘবদ্ধ হয়ে চলতে হবে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এগারো সালে ক্ষমতায় আসার পর মহিলাদের নিয়ে এগিয়ে যাচ্ছেন বা নানান প্রকল্প করেছেন। যেটা ভারতবর্ষের কোনও মুখ্যমন্ত্রী চিন্তা করেননি। আজকে যে জায়গায় বিজেপি শাসিত রাজ্য সেখানে মহিলারা কোনও সম্মান পাচ্ছেন না। লাঞ্ছিত হচ্ছেন। বঞ্চিত হচ্ছেন। আগামী ২৬-এর লড়াইয়ে আমরা, মহিলারা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করব। এদিনের কর্মিসভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ক্রেতা ও সুরক্ষা দফতরের মন্ত্রী বিপ্লব মিত্র, দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী স্নেহলতা হেমব্রম, দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সুভাষ ভাওয়াল, দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা, সহ-সভাধিপতি অম্বরীশ সরকার, বুনিয়াদপুর পুরসভার চেয়ারম্যান কমল সরকার, বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র-সহ জেলার নেতৃত্বগণ।

