২৫০-র বেশি আসন নিয়ে ২৬-এ ফের মুখ্যমন্ত্রী

Must read

প্রতিবেদন : ২০২৬ সালে অন্তত আড়াইশো আসন নিয়ে বাংলায় ফিরবে তৃণমূল। চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন আমার, আপনার ঘরের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। শুক্রবার কেশপুরের মাটিতে দাঁড়িয়ে আত্মবিশ্বাসের সঙ্গে এই কথা বলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। ২০০১ সালে বাম জমানায় কেশপুরের মাটিতে সিপিএমের হার্মাদরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ভয়ঙ্কর হামলা চালিয়েছিল। সেই ইতিহাসের বর্ষপূর্তিতে প্রতিবছর এই দিন কেশপুরে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এদিনের সভার অন্যতম বক্তা ছিলেন কুণাল ঘোষ। ২০০১-এর সেই ইতিহাস এদিন আরও একবার মনে করিয়ে দিয়ে তিনি বলেন, সেটা ছিল বাম জমানা। ২০০১ সাল। কেশপুর জুড়ে চলছিল সিপিএমের ভয়ঙ্কর সন্ত্রাস। মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন কেশপুরে। ফিরে যাওয়ার সময় তাঁর ওপর ভয়ঙ্করতম কুৎসিত আক্রমণ করে সিপিএমের হার্মাদরা। প্রায় দুশো গাড়ি ভাঙচুর করা হয়। বহু মানুষ আহত হন। মহিলারও জখম হন। মহিলাদের কানের দুল টেনে ছিঁড়ে নেওয়া হয়েছিল। এরপরও মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) কিছুটা এগোনোর চেষ্টা করেন। এর মধ্যে ফের হামলা। আরও কিছু মানুষ জখম হলেন। সেই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় গাড়ি ছেড়ে কয়েক কিলোমিটার পথ হেঁটে যান। হেঁটে যাওয়ার সময় তাঁর পায়ে চোট লাগে। তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হয়। চিকিৎসা করিয়ে তারপর তাঁকে কলকাতায় নিয়ে যাওয়া হয়। ২০০১ সালের সেই ঘটনার প্রতিবাদে গত তেইশ বছর ধরে কেশপুরের তৃণমূল নেতা-কর্মী থেকে সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে আসছেন। এজন্য কেশপুরের বিধায়ক শিউলি সাহা থেকে শুরু করে এলাকার লড়াকু নেতৃত্বকে আমি স্যালুট জানাচ্ছি। লড়াই এই মাটির সঙ্গে মিশে রয়েছে।

আরও পড়ুন- গঙ্গাসাগর মেলার আগেই নদীপথে কড়া পুলিশি নজরদারি!

একদা সন্ত্রাসের মাটিতে দাঁড়িয়ে কুণাল এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নযজ্ঞের খতিয়ান তুলে ধরেন। তিনি বলেন, তখন আমরা ছিলাম বিরোধী। এখন আমরা রাজ্য শাসন করছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ৬০-৭০টা জনমুখী প্রকল্প। কন্যাশ্রী, সবুজসাথী, লক্ষ্মীর ভাণ্ডার। এটাই হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা। যেখানে সন্ত্রাস নয়, ভেদাভেদ নয়— হাতিয়ার হল উন্নয়ন। আমাদের একজনই নেত্রী, মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর একটাই দল, সেটা তৃণমূল কংগ্রেস। বিজেপি-সহ অনেকে বড় বড় কথা বলছে, কিন্তু আপনারা জেনে রাখুন ছাব্বিশে অন্তত আড়াইশো আসন নিয়ে রাজ্যে ফিরবে তৃণমূল কংগ্রেস। চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন আমাদের ঘরের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। কুণাল ছাড়াও সভায় বক্তব্য রাখেন মন্ত্রী শিউলি সাহা-সহ জেলা ও স্থানীয় নেতৃত্ব।
পেজ ১

Latest article