প্রতিবেদন : সব ছেড়ে বাংলাভাষীদের বেছে বেছে হেনস্থা করা হচ্ছে বিজেপি-শাসিত রাজ্যগুলিতে। এর প্রতিবাদে বিজেপিকে তীব্র আক্রমণ করল তৃণমূল কংগ্রেস।
আরও পড়ুন-বিজেপি রাজ্যে চলছে বাংলা-বাঙালি বিদ্বেষ, বিশেষ অধিবেশন বিধানসভায়
বুধবার দলের মুখপাত্র কুণাল ঘোষ এ-প্রসঙ্গে বলেন, বাংলা বলা কি দোষের? আমরা পশ্চিমবঙ্গের বাঙালি। দেশের বিভিন্ন রাজ্যে বাঙালিরা রয়েছেন। অন্য রাজ্য থেকে যেমন অনেকে এ-রাজ্যে কাজে এসেছেন, ঠিক তেমনি স্কিলড বাঙালিদের কেউ অন্য রাজ্যে নিয়ে যাচ্ছে। কিন্তু আজ অন্য রাজ্যে বাঙালিদের ওপর দমনপীড়ন চলছে। আমাদের নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু স্পষ্ট বলেছেন, যে অমানবিক ভাবে এই অন্যায় করা হচ্ছে এর সর্বাত্মক বিরোধিতা করা হবে। আপনারা জঙ্গি বলছেন? কাদের জঙ্গি বলা হচ্ছে? আজকেও গুজরাত এসটিএফ চারজন জঙ্গিকে ধরেছে। ২ জনকে গুজরাত থেকে, আর ২ জনকে দিল্লি থেকে। এখানেই শেষ নয়, দিল্লির উপকণ্ঠে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে নজিরবিহীন ঘটনা। ওখান থেকে একজন ভুয়ো কূটনীতিক ধরা পড়েছে। যে সবার সামনে একটা ভুয়ো দূতাবাস চালায়! তার কাছ থেকে কুড়ি, তিরিশটি দেশের ভুয়ো নথি বের হচ্ছে। কোথায় হচ্ছে? উত্তরপ্রদেশে হচ্ছে। গুজরাতে হচ্ছে। কারা করছে এসব? এরা তো বাংলাভাষী নয়? তাহলে বাঙালিদের টার্গেট করা হচ্ছে কেন? কুণাল স্পষ্ট করে বলেন, যদি কোনও বাংলাদেশি অনুপ্রবেশকারী ঢুকে থাকে তো সে দায়টাও আপনাদের! কারণ, সীমান্তটা আপনাদের দায়িত্বে। কেন্দ্রীয় সরকারের বিএসএফ সেখানে পাহারা দেয়। আর বাংলাভাষী মানেই বাংলাদেশি৷ এটা ভাবার সাহস আপনাদের কীভাবে হয়? এটা আগুন নিয়ে খেলা। যারা ভারতীয় বাঙালি, আর্থিক ভাবে দুর্বল তারা অন্য রাজ্যে কাজ করতে যাচ্ছেন। ওড়িশায় তাঁদের নির্মমভাবে আটকে রাখা হচ্ছে। কোথাও মতুয়াদের আটকে রাখা হচ্ছে, কোথাও রাজবংশীদের আটকে রাখা হচ্ছে। তৃণমূল কংগ্রেস এর তীব্র প্রতিবাদ করছে। মুখ্যমন্ত্রী বলেছেন, এর জন্য যা যা করার সব করা হবে।