সংবাদদাতা, কোচবিহার : ডাউয়াগুড়িতে সমবায় ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল তৃণমূল (TMC)। বৃহস্পতিবার ডাউয়াগুড়ি ঝিনাইডাঙা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে জয়ের পর উল্লাসে মাতেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব৷ এটি জেলার অন্যতম একটি বড় সমবায়৷ সমবায়ে ৯ আসন। বুধ ও বৃহস্পতিবার ছিল সমবায় নির্বাচনের মনোনয়ন জমা ও প্রত্যাহারের শেষ দিন। তবে দুদিনে বিজেপি বা বিরোধী দলের কোনও প্রার্থী মনোনয়ন জমা দেননি। কোচবিহার জেলা পরিষদের সহকারী সভাধিপতি আব্দুল জলিল আহমেদ তৃণমূলের জয়ী সদস্যদের শুভেচ্ছা জানাতে ডাউয়াগুড়ি সমবায়ে গিয়েছিলেন। তিনি বলেন, বিজেপির সাংগঠনিক শক্তি নেই৷ তাই কোনও প্রার্থী পায়নি। তৃণমূল কংগ্রেসের কোচবিহার ১ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আব্দুল কাদের হক বলেন, তৃণমূল কংগ্রেসের (TMC) সদস্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে৷ এই সমবায়ের বোর্ড সদস্য ৯ জন। এরমধ্যে একটি মহিলা-সহ ৩টি আসন সংরক্ষিত৷ সাধারণ সদস্য আছেন ৮২৩ জন। ইতিমধ্যে গত দু বছরে ২৮৯টি স্বনির্ভর দলকে পাঁচ কোটি টাকা ঋণ দিয়েছে৷ এছাড়াও একবছরে ২১০ জন কৃষককে ৯০ লক্ষ টাকা ঋণের সুবিধা দেওয়া হয়েছে। এই সমবায়ের আওতায় আছে একটি গোডাউন ও ভবন ও স্বনির্ভর দলের সামগ্রী বিক্রির স্টল। আগামী দেড় মাসের মধ্যে নতুন বোর্ড গঠিত হবে৷