সংবাদদাতা, তমলুক : পূর্ব মেদিনীপুরে তৃণমূল কংগ্রেসের প্রভাব-প্রতিপত্তি ক্রমশ বাড়ছে। একের পর এক সমবায় নির্বাচনে জয়লাভ তারই প্রমাণ। সোমবার সমবায় নির্বাচনে ফের জয়ী হল তৃণমূল কংগ্রেস। এবার তমলুকের শহিদ মাতঙ্গিনী ব্লকের কাকটিয়া হোগলা ডুমরা যশোমন্তপুর সমবায়ের নির্বাচনে। একটি আসন বাদে সব কটি আসনে জয় পেল তৃণমূল। টসের মাধ্যমে একটি আসনে জিতে হোয়াইটওয়াশের হাত থেকে রক্ষা পেয়েছে বিজেপি। লোকসভা নির্বাচন একেবারে দোরগোড়ায়। সমস্ত রাজনৈতিক দল ঝাঁপিয়ে পড়েছে প্রস্তুতিতে। তারই মাঝে সমবায় নির্বাচনে তৃণমূলের জয়ে উল্লাসে মেতে উঠে কর্মী-সমর্থকেরা। সকাল থেকে কড়া নিরাপত্তা ছিল। সমিতির মোট আসন ১২। তার মধ্যে ১১টিতেই জয়লাভ করে তৃণমূল প্রার্থীরা। বিজেপি পায় মাত্র একটি। তাও টসে জিতে।
আরও পড়ুন-‘সবাই একসঙ্গে ভাইয়ে-ভাইয়ে মিলেমিশে থাকুক’ রামমন্দিরের প্রসঙ্গে ‘সংহতির’ বার্তা মুখ্যমন্ত্রীর
তৃণমূল নেতা জয়দেব বর্মন জানান, লোকসভা নির্বাচনের আগে সমবায়ে এই ধরনের জয় কর্মীদের উৎসাহিত করবে। পঞ্চায়েত সমিতি বিজেপির দখলে গেলেও লোকসভা নির্বাচনের আগে আস্তে আস্তে অবস্থা বদলাচ্ছে। আমরা আশাবাদী, লোকসভা নির্বাচনে আমরা ভালো ফল করবই। এর আগেও পূর্ব মেদিনীপুর জেলায় একাধিক সমবায় নির্বাচনে তৃণমূল জয়লাভ করেছে। গত সপ্তাহেই মহিষাদল ব্লকের রমণীমোহন মাইতি গ্রাম পঞ্চায়েতের টাঠারিবাড় কৃষি সমবায় সমিতির নির্বাচনে রাম-বাম জোটকে পরাস্ত করে তৃণমূল। কিছুদিন আগে পূর্ব পাঁশকুড়ার পুলশিটা পল্লীশ্রী সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে একযোগে লড়াই করে বাম এবং বিজেপি হেরেছে। এভাবেই পূর্ব মেদিনীপুর জেলায় একের পর এক সমবায় নির্বাচনে জয়লাভ করছে তৃণমূল।