ফের কাঁথির কৃষি সমবায়ে জয় তৃণমূলের, ১২-০-য় ধরাশায়ী বিজেপি

বিধানসভা নির্বাচনের এগিয়ে আসার পাশাপাশি ক্রমেই শক্তিবৃদ্ধি হচ্ছে তৃণমূলের। একের পর এক সমবায় জিতে চলেছে শাসক দল।

Must read

সংবাদদাতা, কাঁথি : বিধানসভা নির্বাচনের এগিয়ে আসার পাশাপাশি ক্রমেই শক্তিবৃদ্ধি হচ্ছে তৃণমূলের। একের পর এক সমবায় জিতে চলেছে শাসক দল। বুধবার কাঁথি ৩ ব্লকের রানিওড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালক মণ্ডলীর নির্বাচনে গোহারা হারল বিজেপি। এই সমবায়ের ১২টি আসনই জিতে নিল তৃণমূল। বুধবার বিকেলে নির্বাচনের ফলাফল ঘোষণা হতেই উচ্ছ্বাসে মেতে ওঠেন দলের কর্মী-সমর্থকরা।

আরও পড়ুন-২৫ বছর নিখোঁজ প্রৌঢ়াকে বাড়ি ফেরাতে গুজরাটে বিধায়ক

জানা গিয়েছে, দীর্ঘদিন এই সমবায় তৃণমূলের হাতেই ছিল। এই সমবায় যে অঞ্চলের অন্তর্গত অর্থাৎ কুসুমপুর গ্রাম পঞ্চায়েতও বর্তমানে তৃণমূলের হাতে। সমবায়ের ভোট ঘোষণা হতেই তৃণমূলের বিরুদ্ধে সব কটি আসনে প্রার্থী দেয় বিজেপি। ফলে হাড্ডাহাড্ডি লড়াই হয়। পুলিশ মোতায়েন করা হয় ভোটগ্রহণ কেন্দ্রে। এই সমবায়ের মোট ভোটার সংখ্যা ৭৮৬ জন। বুধবার ভোট পড়ে ৬৩৩। বিকেল তিনটে পর্যন্ত নির্বাচন হওয়ার পর ভোটগণনা শুরু হয়। দেখা যায়, তৃণমূলের কাজকর্মে সন্তুষ্ট এলাকার মানুষজন সবকটি আসনেই ভোট দিয়েছেন তৃণমূল প্রার্থীদের। এই জয়ের খবরে সবুজ আবির মেখে মিষ্টিমুখে মেতে ওঠেন তৃণমূলের নেতা-কর্মীরা। জয়ী প্রাথীদের অভিনন্দন জানিয়েছেন কাঁথি সাংগঠনিক জেলা আইএনটিটিইউসির সভাপতি বিকাশ বেজ, ব্লক তৃণমূলের সভাপতি নন্দদুলাল মাইতি-সহ অন্যরা। তাঁরা জানান, ‘বিজেপির মাটি ক্রমশ আলগা হচ্ছে। মানুষ বুঝতে পারছে তৃণমূল ছাড়া উন্নয়ন সম্ভব নয়। এই সমবায় নির্বাচনের ফলাফলে তারই প্রমাণ।’

Latest article