বিরোধীরা নিশ্চিহ্ন, খেজুরিতে সমবায় ভোটে জয়ী তৃণমূল

Must read

সংবাদদাতা, খেজুরি : খেজুরিতে এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় সমবায়ে বোর্ড গঠন নিশ্চিত করে ফেলল তৃণমূল (TMC)। খেজুরি ১ ব্লকের মোহাটি দেবীচক সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটে একটি আসনেও প্রার্থী দিতে পারল না বিজেপি বা সিপিএম। ফলে মনোনয়ন পর্বেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলের জয় কার্যত নিশ্চিত হয়ে গেল। জানা গিয়েছে, প্রায় বছরখানেক আগে এই সমবায়ের পরিচালক মণ্ডলীর মেয়াদ শেষ হয়। এরপর ভোট ঘোষণা হতেই প্রস্তুতি শুরু করে দেয় তৃণমূল। আগামী ২৪ অগাস্ট এই সমবায়ের প্রতিনিধি নির্বাচনের দিন স্থির হয়। তার আগে চলতি সপ্তাহেই মনোনয়ন পর্বে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই সমবায়ের মোট ৫৯ আসনের ৫৮টিতেই জয় নিশ্চিত করেন তৃণমূল প্রার্থীরা। ৫৯ আসনেই প্রার্থী দেয় তৃণমূল (TMC)। উল্টোদিকে একটিতেও প্রার্থী দিতে পারেনি রাম-বামেরা। তবে স্ক্রুটিনিতে তৃণমূলের এক প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ায় বাকি ৫৮টি আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পথ প্রশস্ত হয় তৃণমূল প্রার্থীদের। শুক্রবার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হতেই দেখা যায় তৃণমূলের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। এই সমবায়টি আগেও তৃণমূলের হাতেই ছিল। বর্তমানে এটি যে গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সেই হেঁড়িয়া গ্রাম পঞ্চায়েতও তৃণমূলের হাতেই রয়েছে। তবে খেজুরি বিধানসভাটি বিজেপির দখলে থাকায় সেই এলাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সমবায় জয়ের খবরে বাড়তি অক্সিজেন পেয়ে গেলেন তৃণমূল নেতা-কর্মীরা। জয়ী প্রার্থীদের অভিনন্দন জানিয়েছেন কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল সাধারণ সম্পাদক বিমানকুমার নায়ক, হেঁড়িয়া অঞ্চল তৃণমূল সভাপতি দীপককুমার ঘোড়ই, কার্যকরী সভাপতি সোমশংকর পাত্রেরা। বিমানকুমার নায়ক বলেন, বিজেপি যেভাবে মিথ্যাচার, কুৎসা এবং সাম্প্রদায়িক ভেদাভেদ করছে তার বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়িয়েছেন। তাই ওই এলাকায় প্রার্থীই খুঁজে পায়নি বিজেপি। এ থেকেই প্রমাণ, মানুষ আমাদের সঙ্গেই আছেন। এখন বিজেপির কোনও জনসমর্থন নেই ওই এলাকায়।

আরও পড়ুন-তৃণমূলের নেতৃত্বে ৮ অগাস্ট কমিশন ঘেরাও

Latest article